মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ পূর্বাহ্ন

ফাইনালে ভারতকে সুযোগ দিতে চায় না পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

আগের দুবার সম্ভাবনাও জাগাতে পারেনি। ভারতের বিপক্ষে সেই ভুল শুধরে নিতে চায় পাকিস্তান। রোববারের ফাইনালে সূর্যকুমার যাদবদের হারাতে যা প্রয়োজন, সবটা করতে প্রস্তুত সালমান আলী আগা। মোদ্দাকথা, শিরোপা নিয়ে ফেরার মন্ত্রই শুনিয়েছেন পাকিস্তানের অধিনায়ক।

বৃহস্পতিবার বাংলাদেশের ভুলে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়েছে পাকিস্তান। ওই ম্যাচের ভুল নিয়ে বিশ্লেষণ করেছেন সালমান। বোলার ও ফিল্ডারদের প্রশংসা করে জানিয়েছেন, এবার ব্যাটিংটাকেও সেরা বানাতে চান।

পাকিস্তানের অধিনায়কের বিশ্বাস এই দল যেকোনো দেশকে ক্রিকেটে হারিয়ে দিতে পারবে, ‘এই ধরণের ম্যাচ যে দল জিততে পারে, তারা অবশ্যই স্পেশাল টিম। সবাই খুব ভালো খেলেছে। ব্যাটিংয়ে আমাদের কিছু উন্নতি প্রয়োজন। আমরা সেটি নিয়ে কাজ করছি।’

টাইগারদের হারিয়ে ফাইনাল নিশ্চিতের পর সালমান প্রচ্ছন্ন হুমকি ছুড়েছেন ভারতের দিকেও। এশিয়া কাপে এ নিয়ে তৃতীয়বার মুখোমুখি হচ্ছে পাকিস্তান-ভারত। আগের দুবার হেরেছে পাকিস্তান। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আগের সেই ভুল কোনোভাবেই করতে চায় না পাকিস্তান।

ফাইনাল নিশ্চিতের পর দৃঢ় প্রত্যয়ে আগা বলেছেন, ‘আমরা খুবই এক্সাইটেড। আমরা জানি আমাদের কি করতে হবে। যেকোনো দলকে হারানোর মতো যথেষ্ট ভালো দল পাকিস্তান। রোববার আমরা শিরোপার মঞ্চে নামব এবং প্রতিপক্ষকে (ভারত) হারানোর চেষ্টা করব।’

এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ভারত সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে। আজ নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে ভারত। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে শিরোপা ফয়সালার ভারত-পাকিস্তান ক্লাসিকো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ