এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে জয় হাতছাড়া করে ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙে গেলো বাংলাদেশের। ১৩৬ রানের সহজ লক্ষ্য থাকলেও ১১ রানে হেরে যায় দল। ম্যাচ শেষে কোচ ফিল সিমন্স স্পষ্ট জানালেন, তিনটি ক্যাচ মিস আর ব্যাটসম্যানদের খারাপ সিদ্ধান্তই হারিয়ে দিয়েছে বাংলাদেশকে।
পাকিস্তান তখন ৫১ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকছিল। সেখানেই নুরুল হাসান আর মেহেদী হাসান ক্যাচ ছাড়েন শাহীন শাহ আফ্রিদির। আফ্রিদি পরে মাত্র ১৩ বলে ১৯ রান করেন, মারেন দুই ছক্কা। এরপর শূন্য রানে মোহাম্মদ নওয়াজের ক্যাচ ফেলেন পারভেজ হোসেন ইমন। নওয়াজ করেন ২৫ রান ১৫ বলে, যার মধ্যে ছিল দুই ছক্কা ও একটি চার।
কোচ সিমন্স বলেন, ‘আমরা যখন শাহীন আর নওয়াজের ক্যাচ ফেললাম, তখনই খেলার গতিপথ বদলে গেল। তার আগে ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। অনেকে স্টেডিয়ামের আলো নিয়ে কথা বলছে, কিন্তু আমি মনে করি এই ক্যাচগুলোর ক্ষেত্রে আলো কোনো সমস্যা ছিল না।’
ব্যাটিং নিয়েও অসন্তুষ্ট সিমন্স। তার মতে, অযথা বড় শট খেলতে গিয়ে উইকেট হারিয়েছে ব্যাটসম্যানরা। তিনি বলেন, ‘আমাদের নির্দিষ্ট ওভারের মধ্যে টার্গেট তাড়া করতে হতো না। শুধু জিতলেই হতো। কিন্তু খারাপ সিদ্ধান্ত নিয়েছি আমরা। দুই দিন আগে আমরা একই উইকেটে ১৬০ রান তাড়া করেছি। আজ ব্যাটসম্যানরা সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি।’
ক্যাপ্টেন লিটন দাস না থাকাটাও বড় ধাক্কা দিয়েছে দলকে। সিমন্স বলেন, ‘আমরা লিটন আর তানজিদের মতো দুই ব্যাটসম্যানকে একসাথে হারিয়েছি। লিটন এমন ফর্মে ছিল যে তাকে ছাড়া ব্যাটিং অর্ডার পূরণ করা কঠিন হয়ে গেছে।’