সাভারের রাজ ফুলবাড়িয়ার শোভাপুরসহ তিনটি এলাকায় গত ১৫ দিন ধরে পানিবন্দি থাকার কারণে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
স্থানীয়রা জানান প্রায় ২ হাজার পরিবারের মানুষ পানিবন্দি রয়েছে। এ সময় ঢাকা আরিচা মহাসড়কে দুই পাশে দূরপাল্লার যানবাহনসহ প্রায় ৪ হাজার ছোটবড় যানবাহন সড়কে আটকে যায়। সকাল ১১টা পর্যন্ত এই সমস্যার সমাধান হয়নি। ফলে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া যুগান্তরকে জানান, পানিবন্দি মানুষরা অতিষ্ঠ হয়ে হাইওয়ে অবরুদ্ধ করেছে। সাভার হাইওয়ে পুলিশ ট্রাফিক ইন্সপেক্টরসহ পুলিশের তিনটি টিম অবরোধমুক্ত করার চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে এই অবরোধ কর্মসূচি দেয় স্থানীয় জনতা। উনাকে (ইউএনও) বিষয়টি জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইউএনও আবু বকর সরকার বলেন, এলাকার এক প্রভাবশালী ব্যক্তি ওই এলাকার নিচু জমি ভরাট করাতে এই সংকট তৈরি হয়। বাধা দিলেও তা কার্যকর না হওয়ায় অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান।
সাভার ট্রাফিক ইন্সপেক্টর গোলাম সারওয়ার যুগান্তরকে বলেন, আমরা দ্রুত সড়ক থেকে জনতাকে সরানোর জন্য কাজ করছি। মহাসড়ক থেকে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
জানা যায়, ফুলবাড়িয়ার শোভাপুরসহ তিনটি এলাকা গত ১৫ দিন ধরে পানিবন্দি থাকায় এলাকাবাসী সকাল ৯টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। স্থানীয়রা জানান, প্রায় ২০০০ পরিবার পানিবন্দি রয়েছে।
সাভার হাইওয়ে থানার ওসি বলেন, মহাসড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। বেলা পৌনে ১১টার দিকে পুলিশ কিছু যানবাহন চলাচল স্বাভাবিক করেছে।
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানিয়েছে পুলিশ।