শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

এবার নাকভিকে সরিয়ে দিতে চক্রান্ত করছে ভারত

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১৭ প্রদর্শন করেছেন

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে মহসিন নাকভির পদে থাকা নিয়ে বড় চক্রান্তই করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অভিযোগ উঠেছে, এশিয়া কাপ ফাইনালের পর নাকভি আচরণবিধি ভেঙেছেন এবং নিরপেক্ষতা দেখাতে ব্যর্থ হয়েছেন। এর জেরেই বিসিসিআই তাকে অপসারণের দাবি তুলতে চায়।

‘নিউজ১৮’-এর প্রতিবেদনে বলা হয়েছে, ভারত স্পষ্টভাবে নাকভিকে সরানোর দাবি জানাবে। বিসিসিআই মনে করছে, নাকভি এসিসি সভাপতির দায়িত্বশীল ভূমিকা যথাযথভাবে পালন করেননি।

বিতর্কের কেন্দ্রবিন্দু দুবাইয়ে ফাইনালের পরের ঘটনা। ভারত শিরোপা জয়ের পর নাকভি ট্রফি ও মেডেল নিয়ে নিজের হোটেল কক্ষে চলে যান। নিয়ম অনুযায়ী, এগুলো এসিসি কার্যালয়ে বা ভারতীয় দলের হাতে তৎক্ষণাৎ তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তিন দিন পার হলেও ট্রফি ভারতকে দেওয়া হয়নি, এসিসির অফিসেও ফেরত দেওয়া হয়নি।

ভারত অভিযোগ করছে, এই ঘটনাই এসিসির টুর্নামেন্টের মর্যাদা নষ্ট করেছে। সভাপতির পদে থেকে নাকভি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। তার পাশাপাশি তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ফলে তার অবস্থান থেকেই দ্বন্দ্ব তৈরি হচ্ছে। এসিসির নিয়ম অনুযায়ী সভাপতির রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ ক্রিকেট পরিচালনায় প্রভাব ফেলতে পারে না।

ভারতের দাবি, নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় থেকে কাজ করেছেন, এসিসির প্রধান হিসেবে নয়। এতে ভারত শিরোপাজয়ী দল হিসেবে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই কারণেই বিসিসিআই তাকে পদ থেকে সরানোর দাবি তুলতে যাচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ