আসছে ৬ অক্টোবর বিসিবির নির্বাচন। তার আগে আজ বুধবার ছিল প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। এই দিনে তামিম ইকবাল সরে দাঁড়িয়েছেন নির্বাচন থেকে। তার সঙ্গে আরও অনেক প্রার্থীও সরে দাঁড়িয়েছেন এই নির্বাচন থেকে।
তবে ক্রিকেট বোর্ডের এই নির্বাচন থেকে সরে যাওয়া প্রার্থীদের সংখ্যা আরও বাড়তে পারত। বিভিন্ন মহল থেকে ‘চাপ দিয়ে’ তাদেরকে সরতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তামিম।
তার কথা, ‘আমি বলে রাখি, এখানে আরও অনেকে প্রত্যাহার করতেন। তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে চাপ সৃষ্টি করে থামানো হয়েছে। তবে ১৫ জনও যদি সরে গিয়ে থাকেন, তাহলে সংখ্যাটা অনেক বড়। ৫০% প্রার্থী সরে যাচ্ছেন। কোনো একদিন এই বিষয়ে ডিটেইলসে আপনাদের সঙ্গে কথা বলব।’
বিসিবির এবারের নির্বাচনটা ‘নির্বাচন’ হচ্ছে না, বলেও অভিযোগ আনেন তামিম। তিনি বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছিলাম, নির্বাচন কোন দিকে যাচ্ছে, কীভাবে কী হচ্ছে, তা নিয়ে আপনারা সবাই এখন খুব পরিষ্কার। যখন যা মনে হচ্ছে তখন তা করা হচ্ছে। এটা আসলে নির্বাচন না। ক্রিকেটের সঙ্গে এটা কোনো দিক থেকেই মানায় না।’
নির্বাচন থেকে সরে যাওয়ার কারণ কী? তামিম বলেন, ‘আপনারা যখন ইসি চূড়ান্ত তালিকা দেবে, তখন সে তালিকা দেখলেই বুঝবেন যারা সরে গেছেন তাদের সবাই হেভিওয়েট। এটা আমাদের মতো করে আমাদের প্রতিবাদ যে এই নোংরামির অংশ হয়ে আমরা থাকতে পারব না। বাংলাদেশের ক্রিকেট এটা ডিজার্ভ করে না। দেশের ক্রিকেট ভক্তরাও এটা ডিজার্ভ করেন না।’