শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৪২ পূর্বাহ্ন

এশিয়া কাপে ট্রফি বিতর্কে ভারতকে ধুয়ে দিলেন ‘কোহলির বন্ধু’

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১৭ প্রদর্শন করেছেন

এশিয়া কাপের ফাইনাল নিয়ে বিতর্ক এখনও থামেনি। ভারতের ক্রিকেটাররা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকার করেন।

এতে ক্ষুব্ধ হয়ে নাকভি ট্রফি ও পদক নিজের দুবাইয়ের হোটেল রুমে নিয়ে যান। এই ঘটনা ঘিরে নড়েচড়ে উঠেছে ক্রিকেট দুনিয়া।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সও এবার মুখ খুললেন। ব্যক্তিগত জীবনে একাধিক ভারতীয় ক্রিকেটার, যেমন বিরাট কোহলির সঙ্গে বন্ধুত্ব আছে তার। তবে সেসবের ঊর্ধ্বে গিয়ে এবার তিনি সমালোচনা করলেন ভারতের।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘টিম ইন্ডিয়া আসলে সন্তুষ্ট ছিল না কে ট্রফি দিচ্ছে, কিন্তু আমার মনে হয় এগুলো খেলাধুলায় মানায় না। রাজনীতি আলাদা থাকা উচিত। খেলা খেলার জায়গাতেই থাকা দরকার। এটা দেখা দুঃখজনক। আশা করি ভবিষ্যতে সব ঠিক হয়ে যাবে। এতে খেলোয়াড়রা খুব কঠিন অবস্থায় পড়ে। শেষের দৃশ্যটা খুব অস্বস্তিকর ছিল।’

টুর্নামেন্ট জুড়ে ভারত ও পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন মাঠের ক্রিকেটকে আড়াল করে রাখে। যদিও ভারত অপরাজিত থেকে শিরোপা জেতে, তবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল করমর্দন এড়িয়ে যাওয়া ও ট্রফি বিতরণ না হওয়ার ঘটনা।

তবে ভারতীয় দলের ক্রিকেট শক্তিতে মুগ্ধ ডি ভিলিয়ার্স। তিনি আরও বলেন, ‘চলুন আসল বিষয়ে মন দিই, মানে ক্রিকেটে। ভারত সত্যিই দারুণ শক্তিশালী দেখাচ্ছে। সামনে বড় টি–টোয়েন্টি বিশ্বকাপ। সময় বেশি নেই। তাদের প্রতিভা আছে, বড় মুহূর্তে ভালো খেলতে জানে। দারুণ লাগছে দেখে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ