বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

সিরিয়ার প্রথম সংসদ নির্বাচনের ফল ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ৬ প্রদর্শন করেছেন

বাশার আল-আসাদ শাসনের পতনের পর সিরিয়ায় অনুষ্ঠিত প্রথম সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়েছে। সোমবার দেশটির নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে।

দামেস্কে এক সংবাদ সম্মেলনে সংসদ নির্বাচনের উচ্চ কমিটির মুখপাত্র নাওয়ার নাজমেহ জানান, সংসদের দুই-তৃতীয়াংশ আসনের ফল চূড়ান্ত এবং এর বিরুদ্ধে কোনো আপিল করা যাবে না।

তিনি আরও জানান, সংসদের অবশিষ্ট এক-তৃতীয়াংশ আসনে সদস্যদের নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমাদ আল-শারা। এই নিয়োগ প্রক্রিয়া নির্বাচনী সংস্থার সঙ্গে সম্পর্কিত নয় বলেও উল্লেখ করেন তিনি।

২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর এটিই ছিল সিরিয়ার প্রথম নির্বাচন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে সিরীয় ভোটাররা সংসদের দুই-তৃতীয়াংশ আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য ভোট দেন। এবারের নির্বাচনে ২১০টি আসনের জন্য মোট ১,৫৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে ১৪ শতাংশ ছিলেন নারী।

সূত্র: সানা ও আনাদোলু

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ