বুধবার, ০৮ অক্টোবর ২০২৫, ০৩:২৬ পূর্বাহ্ন

ইসরাইলি হামলায় গাজায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টারের বিশ্লেষণ অনুযায়ী, গত জুলাই পর্যন্ত ইসরাইলি হামলায় গাজায় প্রায় এক লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

দুই বছর পেরোলেও গাজায় ইসরাইলি বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ট্যাংক, যুদ্ধবিমান ও নৌবাহিনীর গোলাবর্ষণে গাজার বিভিন্ন এলাকা এখনো কাঁপছে বলে জানিয়েছে রয়টার্স। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের প্রতিক্রিয়ায় শুরু হওয়া ইসরাইলের এ অভিযান টানা দুই বছর পরও চলছে।

অন্যদিকে, মিশরের শারম আল-শেখে গতকাল হামাস ও ইসরাইলের মধ্যে গাজা থেকে ইসরাইলি সেনা প্রত্যাহার ও হামাসের নিরস্ত্রীকরণসহ সংবেদনশীল ইস্যুতে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। কিন্তু আলোচনা চলার মধ্যেই ইসরাইলি বাহিনী গাজায় নতুন করে অভিযান চালিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

জাতিসংঘের বিশ্লেষণে বলা হয়েছে, গাজার ২১৩টি হাসপাতাল ও এক হাজার ২৯টি স্কুল ইসরাইলি হামলায় টার্গেট হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, গাজার ৩৬টি হাসপাতালের মধ্যে বর্তমানে মাত্র ১৪টি আংশিকভাবে কার্যকর রয়েছে, এবং দক্ষিণ গাজার হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ হয়ে পড়েছে।

গাজার প্রধান নগরকেন্দ্র গাজা সিটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কার্যালয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ