শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সহকারী কোচের দায়িত্ব নিলেন সাইফুর রহমান মনি। আজই ক্লাবের অনুশীলনে যোগ দিচ্ছেন জাতীয় দলের সাবেক এই ফুটবলার। ক্লাবের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।পারিবারিক কারণে দেশে ছুটিতে গিয়ে এখনো ফেরেননি এই মেসিডোনিয়ান। ৩ ডিসেম্বর স্বাধীনতা কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আবাহনী ও শেখ জামাল। সেই ম্যাচের পরেই দেশে ফিরে যান সেকুলোভস্কি। পারিবারিক সমস্যা দূর করে কবে নাগাদ ঢাকায় ফিরে ক্লাবে যোগ দেবেন সেটা অবশ্য জানা যায়নি।।তাঁর অনুপস্থিতিতে জামালের ডাগআউট সামলেছেন সহকারী কোচ ফ্রান্সিসকো ডি কস্তা ও ভিডিও অ্যানালিস্ট নাসিফ ইসলাম। তাদের সঙ্গে যোগ হচ্ছেন সাইফুর রহমান। প্রধান কোচ না আসা পর্যন্ত তারাই শেখ জামালকে এগিয়ে নেবেন। কোচহীন শেখ জামালের লিগের শুরুটা অবশ্য ভালো হয়নি।যদিও দলটি এবার প্রিমিয়ারে অংশ নেয়নি। তাঁর অধীনেই গত বছর অনূর্ধ্ব-১৬ সাফে খেলেছিল বাংলাদেশের কিশোররা।