নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের গজারিয়ায় ০৬টি চাইনিজ চাপাতিসহ এক ডাকাতকে আটক করেছে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ। ২৯ নভেম্বর, (বুধবার) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মতলব সিএনজি পাম্পের সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত ডাকাত হলো ঢাকা জেলার দোহার থানার মৌড়া এলারকার মোঃ রহিম বেপারী (২৭)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন মতলব সিএনজি পাম্প এলাকায় হাইওয়ে পুলিশ রাত্রীকালীন টহল ডিউটি করার সময় একটি পিকআপ যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ন-২০-৫১৩২ এর গতিবিধি সন্দেহজনক হলে পিকআপটি থামানোর সিগন্যাল দেওয়া হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা অজ্ঞাত ০৪/০৫ জন হাইওয়ে পুলিশের ভয়ে পিকআপ রেখে পালানোর সময় একজনকে আটক করেন হাইওয়ে থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি নিজেকে ডাকাত দলের সদস্য বলে নাম ঠিকানা প্রকাশ করে। এসময় পিকআপটি তল্লাশি করে ০৬টি চাইনিজ চাপাতি উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।