শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

যুদ্ধবিরতি তদারকি করতে ইসরাইলে মার্কিন সেনা দল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

গাজায় যুদ্ধবিরতি কার্যকর করার তদারকি মিশনের অংশ হিসেবে মার্কিন সেনারা ইসরাইলে পৌঁছাতে শুরু করেছে বলে জানিয়েছে এবিসি নিউজ।

প্রতিবেদনে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে প্রায় ২০০ সদস্যের একটি দল এই সপ্তাহান্তে ইসরাইলে পৌঁছাবে।

এরই মধ্যে মার্কিন সেনা সদর দপ্তরের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার ইসরাইলে পৌঁছেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন সেনারা গাজা যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য একটি যৌথ নিয়ন্ত্রণকেন্দ্র গঠনে সহায়তা করবে। তারা ইসরাইলি সেনাবাহিনীর (আইডিএফ) সঙ্গে সমন্বয় করে অন্যান্য দেশীয় নিরাপত্তা বাহিনীগুলোর কার্যক্রমও একীভূত করার দায়িত্বে থাকবেন।

তবে কোনো মার্কিন সেনা গাজা উপত্যকায় প্রবেশ করবে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

এই মিশনে মিশর, কাতার, তুরস্ক এবং সম্ভাব্যভাবে সংযুক্ত আরব আমিরাতের সামরিক কর্মকর্তারাও অন্তর্ভুক্ত থাকবেন। দলটির কেন্দ্র পরিচালিত হবে মিশর থেকেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ