শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন

‘কারো ফাঁদে পা না দিয়ে, নিজেই সত্য-মিথ্যা যাচাই করতে শিখুন’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২০ প্রদর্শন করেছেন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, কারো পাতানো ফাঁদে পা না দিয়ে, নিজেই সত্যমিথ্যা যাচাই-বাছাই করতে শিখুন। তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে শনিবার রাতে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণকে রাস্তায় নেমে আসার এক আহ্বান প্রসঙ্গে এ কথা বলেন।

রোববার (১২ অক্টোবর) বেলা ১১টার দিকে দেওয়া ওই ফেসবুক পোস্টে রাশেদ খান লিখেছেন, গতকাল রাতে আর্মির বিরুদ্ধে মাদ্রাসার শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান করেছেন কেউ কেউ। যারা এই আহ্বান করেছেন, তারা কিন্তু বলেননি, আমি লাগেজ নিয়ে রওনা দিয়েছি, বিমানে উঠেছি, দেশমাতৃকাকে রক্ষা করতে সেনাবাহিনীর এপিসির সামনে শুয়ে দেশকে ক্যু থেকে বাঁচাতে রওনা দিয়েছি।

তিনি বলেন, এসব গুঁজবে কান দিয়ে যদি সত্যিই কতিপয় মাদ্রাসার শিক্ষার্থী, সাধারণ মানুষ কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য টহলরত সেনাবাহিনীর সদস্যদের প্রতিরোধ করার উদ্যোগ নিতো, তখন কী পরিবেশ তৈরি হতো?    

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, আমি স্রেফ বলি, যারা সারাক্ষণ বলে ক্যু চায়না, ক্যু চায়না। এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে ক্যু তৈরির বা ১/১১ সৃষ্টির পায়তারা করছে। এর পেছনে কাজ করছে ভারতীয় ‘র’।  ‘র’ এজেন্টরা এমনভাবে খেলছে যে, খালি চোখে মনে হতে পারে, এরা আপনার পক্ষে কথা বলছে, কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে ক্যু এর প্রেক্ষাপট তৈরি করতে চায়। এটাই ভারতীয় প্লান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ