শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

ইমামের আক্ষেপ, ভালো অবস্থানে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৬ প্রদর্শন করেছেন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লাহোর টেস্টের প্রথম দিনটা ভালোই কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। দুর্দান্ত পারফরম্যান্সের পরও  আফসোসে পুড়লেন ওপেনার ইমাম উল হক। মাত্র ৭ রানের জন্য স্পর্শ করতে পারেননি তিন অঙ্কের মাইলফলক।

লাহোর টেস্টের প্রথম দিনের খেলা শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৩১৩ রান।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্টের প্রথম দিনে ৫ উইকেটে ৩১৩ রান তুলেছে পাকিস্তান। মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন ইমাম উল হক। ১৫৩ বলে ৭ চার আর ১ ছক্কায় ৯৩ রানে আউট হন বাঁহাতি এই ওপেনার।

টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ধাক্কা খায় পাকিস্তান। আবদুল্লাহ শফিককে (২) এলবিডব্লিউ করেন কাগিসো রাবাদা। দ্বিতীয় উইকেটে ১৬৩ রানের জুটিতে সেই ধাক্কা কাটিয়ে উঠেন শান মাসুদ আর ইমাম।

মাসুদ ৭৬ করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর পাকিস্তান সবচেয়ে বড় বিপদে পড়ে মুথুসামির করা ইনিংসের ৫৭তম ওভারে। টানা দুই বলে ইমাম আর সৌদ শাকিলকে ফেরান বাঁহাতি এই প্রোটিয়া স্পিনার।

এরপর বাবর আজমও সেট হয়ে আউট হয়ে যান ২৩ করে। ২ উইকেটে ১৯৯ থেকে ৫ উইকেটে ১৯৯ রানে পরিণত হয় পাকিস্তান। অর্থাৎ কোনো রান যোগ না হতেই ৩ উইকেট হারিয়ে বসে তারা।

তবে শেষ সেশনে দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ রিজওয়ান আর সালমান আগা। দুজনই ফিফটি পেয়েছেন। জুটিতে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন ১১৪ রানে। রিজওয়ান ৬২ আর সালমান ৫২ রানে অপরাজিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ