শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ন

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৩১ প্রদর্শন করেছেন

সিরিজের ফয়সালা হয়ে গেছে আগেই। বাংলাদেশের সামনে এবার সম্মান রক্ষার লড়াই। শারজায় টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ আবুধাবিতে ওয়ানডে সিরিজে দেখছে মুদ্রার উলটো পিঠ। আজ তৃতীয় ও শেষ ওয়ানডেতে লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ।

ব্যাটিংয়ে দায়িত্বশীলতা, উইকেটের মূল্য বোঝা এবং কৌশলী ইনিংস গড়তে না পারলে ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রথম হোয়াইটওয়াশ হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

দুদলের কেউই এর আগে একে অপরকে ওয়ানডে ফরম্যাটে হোয়াইটওয়াশ করতে পারেনি। টানা তিনটি সিরিজ হারের পর বাংলাদেশের সামনে তাই আরেকটি লজ্জা এড়ানোর লড়াই। সিরিজ হারলেও শেষ ম্যাচে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া মেহেদী হাসান মিরাজরা। দেশে ফিরেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশের মূল লক্ষ্য আজ জিতে রেটিং পয়েন্ট বাড়ানো। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে বাংলাদেশের সামনে ২৪টি ম্যাচ রয়েছে। আজ জিতলে এবং ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে র‌্যাংকিংয়ে নয়ে উঠে আসবে দল। দলের মনোবল ফেরানোই এখন মূল চ্যালেঞ্জ।

বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতাই সিরিজের সবচেয়ে বড় হতাশা। আগ্রাসী ব্যাটিং করতে গিয়ে উইকেট বিলিয়েছেন তানজিদ হাসান, সাইফ হাসানরা। মিডলঅর্ডারে তাওহিদ হৃদয়, নুরুল হাসান, জাকের আলীরা একের পর এক বাজে শটে রশিদ খান ও খারোতের শিকারে পরিণত হন।

বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ব্যক্তিগত পারফরম্যান্সে সমস্যা নেই; কিন্তু দলকে টেনে তোলার জায়গায় এখনো পিছিয়ে তিনি। বাংলাদেশ শেষ ১২ ওয়ানডের ১০টিতেই হেরেছে। আবুধাবির উইকেট মন্থর, যেখানে মাঝের ওভারগুলোতে রান তোলা কঠিন। গরম আবহাওয়া খেলোয়াড়দের ধৈর্য ও ফিটনেসের পরীক্ষা নিচ্ছে।

আজ ব্যাটিং লাইনআপে পরিবর্তন দেখা যেতে পারে। তানজিদ হাসানের জায়গায় নাঈম শেখকে দেখা যেতে পারে। এছাড়া ফর্মহীন জাকের আলীর জায়গায় শামীম হোসেন একাদশে ফিরতে পারেন। বাকি জায়গাগুলোতে পরিবর্তন নাও আনতে পারে টিম ম্যানেজমেন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ