শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

ভারতে চলন্ত বাসে আগুন, নিহত ২০

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৭ প্রদর্শন করেছেন

ভারতে চলন্ত বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জন মারা গেছেন। সেইসঙ্গে, গুরুতর দগ্ধ হয়েছেন অন্তত ১৫ জন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় বিকালে রাজস্থানের একটি হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ৫৭ জন যাত্রী নিয়ে জয়সলমির থেকে যোধপুর যাচ্ছিল বাসটি। পরে মহাসড়কে পৌঁছালে এর পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে থাকে। চালক রাস্তার একপাশে থামালে মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়।

এ সময়, স্থানীয়রা আগুন নেভাতে এগিয়ে যান। উদ্ধার করা হয় হতাহতদের, নেয়া হয় নিকটবর্তী হাসপাতালে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

অপরদিকে, হতাহতদের প্রত্যেককে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ