শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:২৯ অপরাহ্ন

‘মাশাআল্লাহ’ লিখে ভালোবাসার ইমোজি দিলেন মাহিয়া মাহি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।

বছর দেড়েক আগে নিজেই জানিয়েছিলেন স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সামাজিক মাধ্যমে এক ভিডিওবার্তায় রাকিবের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন অভিনেত্রী। তাদের সংসারে রয়েছে এক পুত্রসন্তান।

সেই ঘোষণার পর স্বামীর সঙ্গে আর প্রকাশ্যে দেখা যায়নি মাহিকে। তবে দীর্ঘ দিন পর হঠাৎ করেই নিজের ফেসবুক পোস্টে রাকিব সরকার এবং সন্তানের সঙ্গে দুটি ছবি পোস্ট করেছেন এ আলোচিত অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ছবি পোস্টের ক্যাপশনে মাহিয়া মাহি লিখেছেন— ‘মাশাআল্লাহ।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।

মজার বিষয় হলো— মাহি ছবিটি পোস্ট করার ঠিক এক ঘণ্টা আগেই একই ছবি নিজের ফেসবুক প্রোফাইলে পোস্ট করেন রাকিব সরকারও। একই সময়ে মাহি ও রাকিবের কাছাকাছি সময় স্থিরচিত্র পোস্ট করা নিয়ে ইতোমধ্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে নানা গুঞ্জন। দুজনের সম্পর্কে তবে কি বরফ গলেছে? নতুন করে কি জোড়া লাগছে এ দম্পতির সংসার? এ নিয়ে নেটিজেনদের মধ্যে জোর গুঞ্জন ওঠে।

এ বিষয়ে তাদের ভক্ত-শুভাকাঙ্ক্ষীরাও নতুন করে আশা দেখছেন। বেশিরভাগ ভক্তই তাদের একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই পোস্ট করা ছবির মন্তব্যের ঘরে এক নেটিজেন লিখেছেন—আলহামদুলিল্লাহ, আবার সব আগের মতো হয়ে যাক। আরেক নেটিজেন লিখেছেন—একসঙ্গে দেখে ভালো লাগল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ