এবার সর্বনিম্ন ২০০ টাকা খরচ করতে হবে একজন দর্শককে। অর্থাৎ পূর্ব গ্যালারির টিকিটের দাম হলো এটি। পরিবার নিয়ে স্টেডিয়ামে খেলা দেখার শখ মেটাতে হলে একটু ভালো গ্যালারির জন্য অনেক টাকা খরচ করতে হবে ক্রিকেটানুরাগীদের। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিট বিক্রি করবে ৪০০ টাকা করে।ক্লাব হাউসের মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা। ভিআইপি স্ট্যান্ড ১ হাজার ৫০০ আর গ্র্যান্ড স্ট্যান্ডে খেলা দেখতে হলে আড়াই হাজার টাকা খরচ করতে হবে। শুক্রবার প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। বাকি ছয় দিন দিনের দেড়টায় প্রথম আর সাড়ে ৪টায় দ্বিতীয় ম্যাচ।