শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৩:২৬ অপরাহ্ন

সামান্থা তামান্না ও রাকুলের ‘ভোটার কার্ড’ নিয়ে কেলেঙ্কারি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৪ প্রদর্শন করেছেন

বলিউড অভিনেত্রীদের সরকারি পরিচয়পত্র ফাঁস হয়েছে। আগামী ১১ নভেম্বর তেলেঙ্গানার জুবিলি হিলস বিধানসভা আসনের উপনির্বাচন। তার আগেই ঘটল অভিনেত্রী সামান্থা রুথ প্রভু, তামান্না ভাটিয়া ও  রাকুলপ্রিতদের সঙ্গে, তা এককথায় অবিশ্বাস্য। তাদের ভোটার কার্ড সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

যেখানে দেখা গেছে, তিনজনের ঠিকানা একটাই। বিধানসভা উপনির্বাচনের আগেই এমন ঘটনা ঘটেছে। অভিনেত্রীদের ভুয়া ভোটার কার্ড ছড়িয়ে পড়ায় সবার কপালে চিন্তার ভাঁজ। এ ঘটনা নজর এড়ায়নি নির্বাচন কমিশনেরও।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সবটাই খতিয়ে দেখা হবে। কী করে ঘটল এ ঘটনা? স্থানীয় বিধায়ক মগন্তি গোপীনাথের আকস্মিক মৃত্যু ঘটে গত জুন মাসে। তারপর থেকে ওই আসনটি ফাঁকা।

কংগ্রেসের তরফে ওই আসনে প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন ভি নবীন যাদব। বিপক্ষে বিআরএস প্রার্থী হিসাবে দাঁড়াচ্ছেন প্রয়াত বিধায়কের স্ত্রী মগন্তি সুনীতা। এ দৌড়ে রয়েছেন বিজেপি প্রার্থী লঙ্কলা দীপক রেড্ডি।

উল্লেখ্য, তিন জনপ্রিয় অভিনেত্রীর ভুয়া ভোটার কার্ড নিয়ে জলঘোলা হলেও তাদের কারও পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি। নির্বাচনে ভোট নিয়ে কারচুপির ঘটনা নতুন নয়। গোটা দেশের বিভিন্ন দফায় যেখানে যেখানে নির্বাচন হয়, এ রকম অনেক ঘটনা উঠে আসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ