সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ পূর্বাহ্ন

লজ্জার রেকর্ডে রোহিতকে পেছনে ফেললেন কোহলি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে মাঠে নামার ঠিক আগেই বিরাট কোহলি বলেছিলেন, ১৫–২০ বছরের নিরবচ্ছিন্ন ক্রিকেটের পর পাওয়া বিরতি তাকে দিয়েছে নতুন শক্তি। সাত মাসের এই বিরতি শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কোহলির আশা ছিল ভালো কিছুর।

কিন্তু মাঠের বাস্তবতা হলো একেবারে উল্টো। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে কোহলির ইনিংস শেষ হয়েছে শূন্য রানে। এটি তার ক্যারিয়ারের প্রথম ‘ডাক’ অস্ট্রেলিয়ার মাটিতে ৩০তম ওয়ানডে ইনিংসে।

আট বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। মিচেল স্টার্কের অফস্টাম্পের বাইরে পিচ করা বলটিতে ব্যাট চালান কোহলি। বল ব্যাটের বাইরের কানা ছুঁয়ে চলে যায় পয়েন্টে দাঁড়ানো কুপার কনোলির হাতে।

এই আউটের সঙ্গে কোহলির নাম জড়িয়ে গেল এক অনাকাঙ্ক্ষিত পরিসংখ্যানে। ওয়ানডেতে এটি তার ১৭তম ‘ডাক’। ফলে তিনি পেছনে ফেলেছেন রোহিত শর্মাকে, যিনি এর আগে ১৬ বার শূন্য রানে আউট হয়েছিলেন।

ভারতের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ড শচীন টেন্ডুলকারের। তার সংখ্যা ২০, তবে তিনি খেলেছেন রেকর্ড ৪৬৩টি ম্যাচ। দ্বিতীয় স্থানে আছেন জাভাগল শ্রীনাথ, তার ‘ডাক’ সংখ্যা ১৯। যুবরাজ সিং ও অনিল কুম্বলে আছেন পরের দুই স্থানে, দুজনেরই ‘ডাক’ ১৮টি করে।

কোহলি এখন ১৭টি শূন্য রানে আউট হয়ে চতুর্থ স্থানে উঠেছেন। এই তালিকায় তিনি এখন হরভজন সিংয়ের সঙ্গে সমতায় আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ