বলিউডে তারকাদের অনেক দিন ধরেই পারিশ্রমিক নিয়ে বৈষম্য চলে আসছে। এমন বহু অভিনেত্রী রয়েছেন, যারা সরাসরি স্বীকার করেছেন যে হিন্দি সিনেমার পারিশ্রমিকের ক্ষেত্রে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। শুধু পারিশ্রমিক নয়, বয়স বাড়লেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যায় অভিনেতাদের। কিন্তু অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা দেখা যায় না। যদিও সময়ের সঙ্গে অনেকটাই বদলে গেছে। সেই সঙ্গে পারিশ্রমিকের অঙ্কও বেড়েছে।
কয়েক বছর ধরে পারিশ্রমিকের নিরিখে প্রথম সারিতে রয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একের পর দর্শকদের হিট সিনেমা উপহার দিয়ে যাচ্ছেন তিনি। শুরুতেই শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ মুক্তির পর সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত ‘কাল্কি ২৮৯৮ এডি’। আবার শিগগির তাকে দেখা যাবে ‘সিংহাম’ সিনেমায়। আর অভিনয়ের দক্ষতার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে তার পারিশ্রমিকও। এখন তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী। দীপিকা পাড়ুকোন সিনেমাপ্রতি আয় করেন ১৫ থেকে ২০ কোটি টাকা।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট। প্রতি সিনেমায় ১৫ কোটি আয় করেন পর্দার ‘গাঙ্গুবাই’। বর্তমানে আলিয়া বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। প্রাথমিকভাবে বলিউডে ‘স্টার কিড’ হিসেবে ট্রল হলেও একের পর এক সিনেমায় নিজের অভিনয়ের দক্ষতা প্রমাণ করে চলেছেন আলিয়া ভাট।
আলিয়ার ‘গাঙ্গুবাই কাঠিয়াবাই’ কিংবা ‘ডার্লিং’ সিনেমায় যেমন সিনে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন, ঠিক তেমনই ‘রকি অর রানী কি প্রেম কাহানি’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো সিনেমা বক্স অফিসে বেশ সাড়া ফেলে দিয়েছে।
অভিনেত্রী দীপিকা পাড়ুকোন কিংবা আলিয়া ভাটের অনেক আগেই বলিউডে পা রেখেছেন অভিনেত্রী কারিনা কাপুর। নবাবপত্নী বাণিজ্যিক সিনেমার সঙ্গেই ‘চামেলি’ কিংবা ‘ওমকারা’-এর মতো ভিন্নধারার সিনেমাতেও দর্শকদের মন জয় করে নিয়েছেন। বলি অভিনেত্রীদের পারিশ্রমিক অনুযায়ী, কারিনা কাপুর রয়েছেন তৃতীয় স্থানে। বর্তমানে অভিনেত্রী প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ৮ থেকে ১১ কোটি টাকা ।
অন্যদিকে পারিশ্রমিকের নিরিখে বলিউডে চতুর্থ স্থানে রয়েছেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। পঞ্চমে আছেন শ্রদ্ধা কাপুর। সিনেমার সংখ্যা যাই হোক না কেন, পিছিয়ে নেই কৃতি শ্যানন, কিয়ারা আদভানি কিংবা কঙ্গনা রানাউত।