বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

বন্ধ হচ্ছে পিৎজা হাটের ৬৮ রেস্তোরাঁ, চাকরি হারাচ্ছেন ১২০০ কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

যুক্তরাজ্যে ৬৮টি রেস্তোরাঁ এবং ১১টি ডেলিভারি সাইট বন্ধ করে দিচ্ছে পিৎজা হাট।  এর ফলে চাকরি হারাচ্ছেন ১২১০ কর্মী। খবর রয়টার্সের।

প্রতিবেদন বলছে, পিৎজা হাটের যুক্তরাজ্যের রেস্তোরাঁ পরিচালনাকারী ডিসি লন্ডন পাই লিমিটেড সোমবার এফটিআই কনসাল্টিংকে প্রশাসক হিসেবে নিযুক্ত করেছে। এরই পরই এমন সিদ্ধান্ত আসে।

তবে পিৎজা হাটের বিশ্বব্যাপী মালিকানা প্রতিষ্ঠান ইয়াম!ব্র্যান্ডস ৬৪টি রেস্তোরাঁ বন্ধ না করার ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়েছে। এর ফলে ১২৭৬ কর্মীর চাকরি আপাতত যাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি।

পিৎজা হাট ইউরোপ এবং কানাডার ব্যবস্থাপনা পরিচালক নিকোলাস বার্কিয়ার বলেছেন, এই অধিগ্রহণের লক্ষ্য আমাদের অতিথিদের অভিজ্ঞতা রক্ষা করা এবং চাকরি রক্ষা করা। আমাদের তাৎক্ষণিক অগ্রাধিকার হলো অধিগ্রহণকৃত স্থানগুলোতে ধারাবাহিকতা এবং রূপান্তরের মাধ্যমে সহকর্মীদের সহায়তা করা।

সারা বিশ্বেই পিৎজা হাট সুপরিচিত। যুক্তরাজ্যে পিৎজা হাটে এমন সময়ে প্রশাসন এল যখন কর্মীদের মজুরি এবং সামাজিক সুরক্ষাসহ ক্রমবর্ধমান ব্যয়ের চাপে পড়েছে প্রতিষ্ঠানটি। নগদ অর্থের সংকটে থাকা যুক্তরাজ্যের গ্রাহকেরা বাইরে খাবার খাওয়া কমিয়ে দিচ্ছেন

পিৎজা হাট যুক্তরাজ্যের একজন মুখপাত্র বলেছেন, আমাদের অতিথিদের অভিজ্ঞতা এবং সংশ্লিষ্ট চাকরি রক্ষার জন্য ৬৪টি সাইটের ধারাবাহিকতা নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ