ওপেনিং নিয়ে বাংলাদেশের ভোগান্তি দীর্ঘদিনের। চলতি সিরিজে একটা ম্যাচেও ভালো শুরু আসেনি। সাইফ হাসান আর সৌম্য সরকার মিলে সে আক্ষেপটা মেটালেন এবার।
দুজন মিলে শুরুটা করেছেন বেশ ভালো। রান তুলছেন তিন অঙ্কের স্ট্রাইক রেটে। আর তাই ৭.৪ ওভারেই পঞ্চাশ রানের দেখা পেয়ে গেছে বাংলাদেশ।
ওপেনিং জুটিতে ফিফটির দেখা শেষ অনেক দিন ধরে পায়নি দল। দিনের হিসেবে ৩৪৫ দিন পর এ কীর্তির দেখা পেল বাংলাদেশ।
২০২৪ সালের ১১ নভেম্বর সেই ফিফটি জুটির অংশ ছিলেন সৌম্য সরকার। সেদিন আফগানিস্তানের বিপক্ষে তানজিদ হাসান তামিমের সঙ্গে মিলে ওপেনিংয়ে তুলেছিলেন ৫৩ রান। আজ তিনি পেছনে ফেললেন সেই জুটিকেও।