গত ১৫ বছরে প্রায় ৪০০টি কসমেটিক সার্জারি করেছেন দক্ষিণ কোরিয়ার এক নারী। এতে তার খরচ হয়েছে প্রায় ৩০ কোটি কোরিয়ান উন (২ লাখ ১০ হাজার মার্কিন ডলার)।
‘ইটস ওকে টু নট বি ওকে’ নামের এক জনপ্রিয় টকশোতে গিল লি ওন নামের ওই নারী জানান, ২০১০ সালে প্রথমবার তিনি সার্জারি করান যখন ওজন বেড়ে যাওয়ার কারণে মানুষ তাকে উপহাস করত। পরবর্তীতে তার সাবেক প্রেমিকের সমালোচনাই তাকে বারবার সার্জারির দিকে ঠেলে দেয়।
গিল জানান, তিনি এখন পর্যন্ত ফরহেড ফ্যাট গ্রাফটিং, ডাবল আইলিড, নাক, ঠোঁট, চিবুক, গাল, শরীরের লিপোসাকশন, ফিলার ও স্টেম সেল ট্রিটমেন্টসহ শতাধিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন।
তিনি বলেন, ‘আমি এখন আত্মবিশ্বাসী এবং আমার এই পরিবর্তনে কোনো অনুশোচনা নেই’।
যদিও চিকিৎসকরা আর সার্জারি না করার পরামর্শ দিয়েছেন, তবুও তিনি প্রতিদিন ডার্মাটোলজি ও হার্বাল ক্লিনিকে যান নিজের তরুণ্য বজায় রাখতে।
সূত্র: সামাটিভি