শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

রোবটের সেনাবাহিনী বানাতে চান ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১ প্রদর্শন করেছেন

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক ঘোষণা দিয়েছেন, তিনি এমন এক ‘রোবট সেনাবাহিনী’ গড়ে তুলতে চান যা ভবিষ্যতে মানবজীবনের চেহারা বদলে দেবে। মার্কিন প্রযুক্তি সাময়িকী ওয়ার্ড–এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, টেসলার সাম্প্রতিক আর্নিংস কলে (আর্থিক ফলাফল প্রকাশ-পরবর্তী আলোচনাসভা) এই পরিকল্পনার কথা জানিয়েছেন মাস্ক।

প্রতিবেদন অনুযায়ী, মাস্ক চান টেসলার ওপর নিজের নিয়ন্ত্রণ আরও জোরদার করতে। এজন্য তিনি কোম্পানিতে নিজের ভোটাধিকার প্রায় ২৫ শতাংশে উন্নীত করার প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে তিনি প্রায় ৯৭৫ বিলিয়ন ডলার মূল্যের এক ক্ষতিপূরণ প্যাকেজের পক্ষে সাফাই গেয়েছেন। তার যুক্তি, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি বিকাশের সময় টেসলার ভবিষ্যৎ দিকনির্দেশনায় শক্ত নিয়ন্ত্রণ থাকা অত্যাবশ্যক।

মাস্ক বিনিয়োগকারীদের উদ্দেশে বলেন, আমি রোবট সেনাবাহিনী তৈরি করতে স্বস্তি পাব না যদি এটির কার্যক্রমে আমার যথেষ্ট প্রভাব না থাকে। পূর্ণ নিয়ন্ত্রণ নয়, তবে দৃঢ় প্রভাব থাকা দরকার।

এই ক্ষতিপূরণ পরিকল্পনা অনুযায়ী, টেসলাকে পরবর্তী ১০ বছরে কয়েকটি বড় লক্ষ্য অর্জন করতে হবে। যেমন—কোম্পানির বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার থেকে ৮.৫ ট্রিলিয়ন ডলার-এ উন্নীত করা, ২ কোটি বৈদ্যুতিক গাড়ি সরবরাহ, ১০ লাখ রোবোট্যাক্সি ও ১০ লাখ হিউম্যানয়েড রোবট (অপটিমাস) উৎপাদন করা। এসব অর্জিত হলে মাস্কের মালিকানা অংশ ১৩ শতাংশ থেকে বেড়ে ২৫ শতাংশে পৌঁছাবে।

আগামী ৬ নভেম্বর টেসলার বার্ষিক সাধারণ সভায় এই প্রস্তাবের ওপর ভোট হবে। মাস্ক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ সতর্ক করে বলেছেন, বোর্ড যদি পরিকল্পনাটি অনুমোদন না দেয়, তবে তিনি টেসলা ছাড়ার কথাও বিবেচনা করবেন।

ইতোমধ্যে টেসলার হিউম্যানয়েড রোবট ‘অপটিমাস’ বিভিন্ন ইভেন্টে সাধারণ কাজ সম্পাদন করে দেখিয়েছে। মাস্ক জানিয়েছেন, ২০২৬ সালের প্রথম প্রান্তিকে আরও উন্নত সংস্করণ অপটিমাস ভি-৩ বাজারে আসবে, যার হাতে ও বাহুর নকশা আরও নিখুঁত হবে।

তার দাবি, হিউম্যানয়েড রোবট সমাজে বিপ্লব ঘটাতে পারে—এগুলো মানুষের শ্রম কমাবে, দারিদ্র্য হ্রাস করবে এবং উন্নত চিকিৎসা ব্যবস্থার প্রসার ঘটাবে। মাস্কের ভাষায়, অপটিমাস এমন এক ‘অবিশ্বাস্য সার্জন’, যা এমন এক পৃথিবী তৈরি করতে পারে যেখানে কাজ করা ঐচ্ছিক হবে, কিন্তু সবাই উন্নত জীবনের সুযোগ পাবে।

সূত্র: আরটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ