সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যেন নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন রিশাদ হোসেন। ব্যাটে বলে ফিল্ডিংয়ে যেন সবাইকে ছাড়িয়ে গেছেন। তবে শেষ দিনে বল হাতে তিনি ভেঙে দিয়েছেন ১১ বছরের পুরোনো এক রেকর্ড। রিশাদ একটা জায়গায় বনে গেছেন বাংলাদেশের সেরা।
রিশাদ সিরিজের শুরুর দিন থেকেই ছিলেন রীতিমতো অপ্রতিরোধ্য। প্রথম ম্যাচে দলের রান যখন ১৮০ও না হওয়ার শঙ্কায় ছিল, তখন নেমে করেছেন ১৩ বলে ২৬ রান। তাতেই বাংলাদেশ পেয়েছিল ২০৭ রানের পুঁজি।
এরপর বল হাতে শুরুর ৫ উইকেট তুলে নিয়ে উইন্ডিজকে একাই ধসিয়ে দিয়েছিলেন। সে ম্যাচটা শেষ করেছিলেন ৬ উইকেট তুলে নিয়ে। করে বসেছিলেন নিজের ক্যারিয়ারসেরা ও বাংলাদেশের ইতিহাসের তৃতীয় সেরা বোলিং।
দ্বিতীয় ম্যাচে ১৪ বলে ৩৯ রানের ঝড় তুলে রেকর্ডবই তোলপাড় করে ফেলেছিলেন। এরপর বল হাতে আগের মতো বিধ্বংসী না হলেও ৩ উইকেট নিয়ে কার্যকরী ভূমিকা রেখেছিলেন। যার ফলে একটা বড় সময় বাংলাদেশ জেতার মতো অবস্থানে ছিল। শেষমেশ বাংলাদেশ না জিতলেও রিশাদ পারফর্ম করেছিলেন বেশ।
তৃতীয় ম্যাচে তিনি ব্যাট হাতে কার্যকরি হয়ে উঠতে পারেননি। তবে বোলিংয়ে সময়ের দাবি মিটিয়েছেন। ম্যাচ শেষ করেছেন ৩ উইকেট নিয়ে। আর তাতেই গড়া হয়ে গেছে রেকর্ডটা। ১২ উইকেট নিয়ে ১১ বছরের রেকর্ড হটিয়ে তিনি বনে যান এক সিরিজে সর্বোচ্চ উইকেটধারী বাংলাদেশি স্পিনার।
২০১৪ সালে আরাফাত সানি এই কীর্তি গড়েছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজে তিনি তুলে নিয়েছিলেন ১০ উইকেট। তবে সেই সিরিজ ছিল ৫ ম্যাচের। রিশাদ ৩ ম্যাচ খেলেই গড়ে ফেলেছেন এই রেকর্ড। ৫ ম্যাচ খেললে না জানি কী করে বসতেন!