রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৩১ পূর্বাহ্ন

আইএইএ প্রধানকে চিঠি পাঠাল ইরান চীন রাশিয়া, কী আছে এতে?

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসির কাছে যৌথ চিঠি পাঠিয়েছেন ইরান, রাশিয়া ও চীনের রাষ্ট্রদূত ও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধিরা।  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনি ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ তথ্য জানিয়েছেন।

ঘারিবাবাদি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘রাশিয়া, চীন ও ইরান গত ১৮ অক্টোবর জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে এক যৌথ চিঠিতে ‘জাতিসংঘের প্রস্তাব ২২৩১-এর সমাপ্তি’ ঘোষণা করার পর  আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে তিন দেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধিরা আইএইএ-এর  মহাপরিচালকের কাছে যৌথভাবে আরেকটি চিঠি পাঠিয়েছেন।’

তিনি লেখেন, ‘চিঠিতে তিন ইউরোপীয় দেশের (যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি) স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার পদক্ষেপকে অবৈধ বলে অভিহিত করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে, প্রস্তাব ২২৩১-এর সকল ধারা ১৮ অক্টোবর থেকে কার্যকরভাবে সমাপ্ত হয়েছে।’

তিনি আরও লেখেন,  ‘এই চিঠিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে — সেটি হলো প্রস্তাব ২২৩১ এবং যৌথ সমন্বিত কর্মপরিকল্পনা (জেসিপিওএ) -এর আলোকে আইএইএ মহাপরিচালকের যাচাই ও পর্যবেক্ষণ সংক্রান্ত রিপোর্টিংয়েরও সমাপ্তি।’

উপ-পররাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, ‘চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, সংস্থায় (আইএইএ) ইরান সংক্রান্ত যাচাই ও পর্যবেক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল প্রস্তাব ২২৩১ এবং ২০১৫ সালের ১৫ ডিসেম্বর গভর্নরস বোর্ডের গৃহীত রেজোলিউশনের ভিত্তিতে।’

ঘারিবাবাদি, ‘ওই রেজোলিউশনের ১৪ নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে যে, বোর্ড এই বিষয়টি তাদের এজেন্ডায় রাখবে ১০ বছর পর্যন্ত, অথবা যতদিন না আইএইএ মহাপরিচালক ইরান সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ সারসংক্ষেপ প্রতিবেদন প্রকাশ করেন—যেটি আগে ঘটে সেটিই প্রযোজ্য হবে। সুতরাং, ১৮ অক্টোবর থেকে এই বিষয়টি সংস্থার এজেন্ডা থেকে স্বয়ংক্রিয়ভাবে বাদ পড়বে এবং এ নিয়ে আর কোনো পদক্ষেপের প্রয়োজন নেই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ