রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

মাধবপুরে ভয়াবহ ডাকাতি: অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৫৫ প্রদর্শন করেছেন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের হরিসম্যামা চৌধুরীপাড়ায় এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২২ অক্টোবর) গভীর রাতে অজ্ঞাতনামা ৭-৮ জন মুখোশধারী ডাকাত অস্ত্রের মুখে এক পরিবারের কাছ থেকে স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

ভুক্তভোগী মো. জিতু মিয়া (৬৫), পিতা—মৃত আব্দুল করিম, থানায় লিখিত অভিযোগে জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে ৭-৮ জন ডাকাত তাঁর ঘরে প্রবেশ করে। হাতে দা ও ছুরি থাকা ডাকাতরা পরিবারের সদস্যদের হত্যার ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে।

জিতু মিয়ার দুই পুত্রবধূ ও স্ত্রীকে মারধর করে তাদের পরনে থাকা তিন জোড়া স্বর্ণের দুল এবং তিনটি গলার চেইন—মোট প্রায় চার ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়। পরে আলমারির চাবি নিয়ে ড্রয়ার খুলে সেখানে থাকা নগদ ৪ লাখ টাকা এবং ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে যায়।

ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ভুক্তভোগী জিতু মিয়া জানান, তিনি থানায় অভিযোগ দাখিল করেছেন কিন্তু ডাকাতদের পক্ষ থেকে তাঁকে ও তাঁর পরিবারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইন-চার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ