বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন

এবার জোহরান মামদানির প্রশংসায় মাতলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫ প্রদর্শন করেছেন

এবার নিউইয়র্ক সিটির ডেমোক্র্যাটদলীয় মেয়র পদপ্রার্থী জোহরান মামদানির প্রশংসায় মেতেছেন ইলন মাস্ক। এক্সে একটি ভিডিও শেয়ার করে ক্যাপশনে এই বিলিয়নিয়ার লিখেছেন, জোহরানই ডেমোক্রেটিক পার্টির ভবিষ্যৎ।

ওই ভিডিওটি ২৬ অক্টোবর নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত একটি সমাবেশের। সেখানে শহরটি গভর্নর হোচুল মামদানির পক্ষে সাফাই গান এবং ভোট চেয়েছেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন বার্নি স্যান্ডার্স ও আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্তেজ। সমর্থকদের উদ্দেশে হোচুল বলেন, এই নির্বাচনের মাধ্যমে শুধু শহর নয়, দেশকেও পুনর্দখল করতে হবে। জোহরানকে নির্বাচিত করুন, আমেরিকাকে ফেরত আনুন।

হোচুল গত সেপ্টেম্বরেই দ্য নিউইয়র্ক টাইমস-এ লেখা এক নিবন্ধে মামদানির প্রশংসা করেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, আদর্শিক পার্থক্য থাকলেও আমি বিশ্বাস করি মামদানি নিউইয়র্ক সিটির জন্য প্রয়োজনীয় সাহস নিয়ে কাজ করবেন।

৩৩ বছর বয়সি মামদানি এই নির্বাচনে বাসস্থান খরচ নিয়ন্ত্রণ, ভাড়া সহনীয় করা ও উচ্চ আয়ের ব্যক্তিদের ওপর কর বৃদ্ধি—এই তিনটি ইস্যুকে কেন্দ্র করে প্রচারণা চালাচ্ছেন।

সম্প্রতি নির্বাচনী প্রচারণার মধ্যে মামদানির এক মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ব্রঙ্কসের এক মসজিদের বাইরে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ৯/১১-র পর আমার খালা হিজাব পরে সাবওয়েতে উঠতে ভয় পেতেন। তখন থেকেই মুসলিম নিউইয়র্কবাসীরা শিখেছে—তাদের ধর্মীয় পরিচয় লুকিয়ে রাখতে হবে।

নানা বিতর্ক সত্ত্বেও মামদানি ক্রমেই তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছেন, আর ইলন মাস্কের মতো প্রভাবশালী ব্যক্তির প্রকাশ্য প্রশংসা তার প্রচারণায় নতুন গতি যোগ করেছে বলে বিশ্লেষকদের মত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ