শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়া-ভারত সেমিফাইনাল, অসিদের চ্যালেঞ্জিং স্কোর

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৫ প্রদর্শন করেছেন

নারীদের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি অস্ট্রেলিয়া-ভারত।

বৃহস্পতিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া।

ব্যাটিংয়ে নেমে ২৫ রানে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ওয়ান ডাউনে নামা অ্যালিসা প্যারিকে সঙ্গে নিয়ে ১৫৫ রানের পার্টনারশিপ গড়েন ওপেনার ফোবি লিচফিল্ড।

দলের হয়ে সর্বোচ্চ ১১৯ রান করেন ফোবি লিচফিল্ড। তার ইনিংসটি ৯৩ বলে ১৭টি চার আর তিনটি ছক্কায় সাজানো।

এছাড়া ৮৮ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৭৭ রান করেন অ্যালিসা পেরি। ৪৫ বলে চারটি চার আর চারটি ছক্কার সাহায্যে ৬৩ রানের টর্নেডো ইনিংস খেলে দলকে অনন্য উচ্চতায় নিয়ে যান অ্যাশলে গার্ডনার।

এই তিন তারকার ব্যাটিং তাণ্ডবে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানের পাহাড় গড়ে অলআউট হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শ্রী চারানি দুটি করে উইকেট শিকার করেন।

গতকাল প্রথম সেমিফাইনালে ৭ উইকেটে ৩১৯ রানের পাহাড় গড়ে; ইংল্যান্ডকে ১৯৪ রানে গুঁড়িয়ে দিয়ে ১২৫ রানের বিশাল জয়ে ফাইনালে চলে যায় দক্ষিণ আফ্রিকা। আজ যারা জিতবে তারা আগামী রোববার দক্ষিণ আফ্রিকার সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ