শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০১:০৬ অপরাহ্ন

ইয়ামালের আলোচিত সেই সম্পর্ক শেষ, নেপথ্যে যে কারণ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮ প্রদর্শন করেছেন

চলতি মৌসুমের শুরু থেকে লামিন ইয়ামাল যেন উড়ছিলেন। না মাঠে নয়, মাঠের বাইরে। যেখানেই যাচ্ছেন, সঙ্গে আছেন এক তরুণী– নিকি নিকোল। মাঠে খেলা দেখতে তো আসছেনই, অনুশীলনেও চলে আসছেন। এই দুই বাদে বাকি সময় ইয়ামালকে দেখা যাচ্ছে এই নিকোলের সঙ্গেই।

তবে তাদের সে তুমুল প্রেম অকালেই শেষ হয়ে গেল। ইয়ামাল নিজেই নিশ্চিত করেছেন যে তার প্রেমিকা, আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে। ইয়ামাল জানিয়েছেন, তাদের বিচ্ছেদের পেছনে কোনো প্রতারণা বা তৃতীয় ব্যক্তির সম্পৃক্ততা নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ার পর ইয়ামাল এক বন্ধুর বিয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, ‘আমরা আর একসঙ্গে নই। আমরা শুধু আলাদা হয়েছি, এর বেশি কিছু নয়। আমাদের সম্পর্ক নিয়ে যেসব কথা বলা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। আমি প্রতারণা করিনি এবং অন্য কোনো কারও সঙ্গে ছিলাম না।’

সম্প্রতি ইয়ামালের ইতালি সফরকে ঘিরে তার বিশ্বাসঘাতকতার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। তবে ফুটবলারটি তা সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং বলেছেন, এসব খবর ভিত্তিহীন।

ইয়ামালের বক্তব্যে পরিষ্কার হয়েছে যে, তাদের সম্পর্ক একেবারেই স্বাভাবিকভাবে শেষ হয়েছে, কোনো নাটকীয়তা বা অন্য কারও কারণে নয়।

লামিন ইয়ামাল ও নিকি নিকোলের সম্পর্কটি শুরু হয় চলতি বছরের গ্রীষ্মে। আগস্টের শেষের দিকে তারা প্রকাশ্যে আসেন। এরপর থেকেই তারা হয়ে ওঠেন বছরের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি। একসঙ্গে ভ্রমণ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট ও জনসমক্ষে উপস্থিতি—সবকিছুতেই তারা ছিলেন আলোচনায়।

অক্টোবরের ২২ তারিখে অলিম্পিয়াকোসের বিপক্ষে গোল করার পর ইয়ামাল সেই গোল উৎসর্গ করেছিলেন নিকি নিকোলকে। কিন্তু কিছুদিন পরই তাদের সম্পর্কের ইতি ঘটে।

বর্তমানে দুজনেই নিজেদের যৌথ ছবি ও পোস্ট মুছে ফেলেছেন, যা তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছে।

এই বিচ্ছেদ ভক্তদের কাছে ছিল হঠাৎ ও বিস্ময়কর। কারণ অল্প সময়ের মধ্যেই তারা খ্যাতির কেন্দ্রে চলে এসেছিলেন। তবে সম্পর্ক ভেঙে যাওয়ার মধ্য দিয়ে ২০২৫ সালের অন্যতম আলোচিত প্রেমকাহিনিরও শেষ হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ