ওয়াশিংটন সুুন্দরের ব্যাটিং তাণ্ডবে সিরিজে ফিরল ভারত। অস্ট্রেলিয়া সফরে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টিত দ্বিতীয় ম্যাচে হারলে আজ তৃতীয় ম্যাচে জয়ে পায় ভারত।
রোববার হোবার্টে টস হেরে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া। দলের হয়ে টিম ডেভিড ও মার্কু স্টয়নি ব্যাটিং তাণ্ডব চালান। তাদের ঝড়ো ইনিংসে কল্যাণে ১২০ বলে ৬ উইকেট হারিয়ে ১৮৬ করে অস্ট্রেলিয়া।
দলের হয়ে ৩৮ বলে ৮টি চার আর ৫টি ছক্কার সহায্যে সর্বোচ্চ ৭৪ রান করেন টিম ডেভিড। এছাড়া ৩৯ বলে আট চার আর দুই ছক্কায় ৬৪ রান করেন মার্কু জেনসেন।
ভারতের হয়ে ৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট নেন আর্শদীপ সিং। ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন বরুন চক্রবর্তী।
ভারতের জয়ে মাত্র ২৩ বলে ৩টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৪৯ রানের ঝড়ো ইনিংস খেলে ৯ বল আগেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওয়াশিংটন সুন্দর। ১৩ বলে তিন বাউন্ডারিতে ২৩ রানে অপরাজিত থাকেন জিতেন শর্মা।
১১ বলে এক চার আর দুটি ছক্কার সাহায্যে ২৪ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব। ২৬ বলে এক চার আর এক ছক্কায় ২৯ রান করেন তিলক ভার্মা।
সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে ভারতকে ১২৫ রানে গুঁড়িয়ে দিয়ে, ৪০ বল হাতে রেখেই ৬ উইকেটের দাপুটে জয় পায় অস্ট্রেলিয়া।