ভারতের বিশ্বমানের বোলারদের তোপের মুখে কোনো ব্যাটারই নিজেকে সেভাবে মেলে ধরতে পারেন না। তবে অস্ট্রেলিয়ান ব্যাটার ট্র্যাভিস হেড যেন ভারতীয় বোলারদের জন্য এক আতঙ্কের নাম। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ট্রফিটা ঘরে তুলে নিতেও হেডের ভূমিকাই ছিল মুখ্য।
তবে ভারতের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি হেড। সিরিজের প্রথম তিন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে যথাক্রমে ২৯, ২৮ ও ৬ রান। আপাতত ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজের প্রস্তুতি নিতে অস্ট্রেলিয়া দল ছেড়ে প্রথম শ্রেণির ঘরোয়া ক্রিকেট শেফিল্ড শিল্ডে খেলার সিদ্ধান্ত নিয়েছেন এই ব্যাটার।
নির্বাচকরা অ্যাশেজ সিরিজ শুরুর আগে খেলোয়াড়দের কাজের চাপ ও অগ্রাধিকারের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করতেই আন্তর্জাতিক সিরিজ থেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিরতি দেন, এবারও এমনটাই পরিকল্পনা তাদের। তাই ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচে স্কোয়াডে থাকছেন না হেড।
চলতি মৌসুমে অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচটি ইংল্যান্ডের বিপক্ষে ২১ নভেম্বর পার্থে শুরু হবে। এদিকে চলমান ভারত সিরিজের অবশিষ্ট দুইটি টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৬ এবং ৮ নভেম্বর। ভেন্যু হিসেবে থাকছে গোল্ড কোস্ট ও ব্রিসবেন।