পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সামাজিক যোগাযোগমাধ্যম কর্মী খাউলা চৌধুরীকে রাষ্ট্রবিরোধী টুইটের মামলায় আদালতে হাজির করার পর বিচারিক রিমান্ডে কারাগারে পাঠানো হয়েছে।
আদালতের কার্যক্রম অনুযায়ী, ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) রাওয়ালপিন্ডির দায়িত্বপ্রাপ্ত বিচারক আব্দুল সত্তারের আদালতে খাউলা চৌধুরীকে হাজির করেন। তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন, তবে আদালত তা নাকচ করেন।
এফআইএ-এর সহকারী পরিচালক জীশান আদালতে হাজির হয়ে সংস্থার হেফাজতে নেওয়ার আবেদনটি দাখিল করেন। মামলার নথি পর্যালোচনার পর দায়িত্বপ্রাপ্ত বিচারক এফআইএ-এর আবেদন প্রত্যাখ্যান করে আসামিকে বিচারিক রিমান্ডে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পিটিআই-এর সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট খাউলা চৌধুরীকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনামূলক একটি টুইটের অভিযোগে গ্রেফতার করা হয়।