বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ১২:২৬ অপরাহ্ন

ফিট না থাকলে নেইমারকে দলে নেবেন না আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

নভেম্বর মাসে চলতি বছরের শেষ ফিফা উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচে অংশ নিতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এ উপলক্ষে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তবে আবারও স্কোয়াডে জায়গা হয়নি দলের ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। চোট ও ফিটনেস সমস্যা কাটিয়ে জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি।

দল ঘোষণার সময় নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। দেখা যাক সে কবে চোটমুক্ত হয়ে ফিরতে পারে। পুরো বিশ্বকাপ খেলতে হলে খেলোয়াড়দের উচ্চমানের ফিটনেস থাকা জরুরি। কেউ পুরোপুরি ফিট না থাকলে আমি তাকে দলে রাখব না।’

রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ আরও বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় দরকার যারা শারীরিকভাবে সর্বোচ্চ অবস্থায় থাকবে। নেইমারের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু ফিট না থাকলে সে দলের উপকারে আসবে না। তাই জাতীয় দলে ফেরার আগে তাকে সম্পূর্ণ ফিট হতে হবে।’

এবার দলে সুযোগ পেয়েছে বেশ কিছু নতুন মুখ। কাতার বিশ্বকাপের পর প্রথমবার ব্রাজিল দলে ফিরেছেন ফ্যাবিনিও। নতুনদের মধ্যে আছেন বায়াহিয়ার ডিফেন্ডার লুসিয়ানো জুবা এবং পালমেইরাসের তরুণ ফরোয়ার্ড ভিতোর রোকে।

নতুনদের নিয়ে বেশ আশাবাদী ব্রাজিলের কোচ। বলেন, ‘এই ম্যাচগুলোতে আমি কিছু নতুন খেলোয়াড়কে কাছ থেকে দেখতে চাই। ফ্যাবিনিও, লুসিয়ানো জুবা, ভিতোর রোকে—ওরা সবাই দারুণ পারফর্ম করছে। এবার আমাদের দলে ব্রাসিলেইরাও থেকে সাতজন খেলোয়াড় আছে। এ দুটি ম্যাচ আমাদের দলের স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে’।

নভেম্বরের ১৫ তারিখে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে এবং ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। দুটি দেশই আফ্রিকার বাছাই পর্ব পেরিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবেই আফ্রিকার শক্তিশালী প্রতিপক্ষদের বিপক্ষে এই প্রীতি ম্যাচ দুটির আয়োজন করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ