বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

ফের বাড়ল স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৪ প্রদর্শন করেছেন

আন্তর্জাতিক বাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (৪ নভেম্বর) দিনের শুরুতে কিছুটা পতনের পর বাজার চাঙ্গা হতে থাকলে আবারও স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী হয়। তবে দাম আগের সর্বোচ্চ রেকর্ড ছোঁয়ার মতো অবস্থায় নেই বরং এখনো বাজার নিম্নমুখী।

দিনের মাঝামাঝি সময়ে স্পট গোল্ডের দাম দাঁড়ায় আউন্সপ্রতি ৩,৯৯৬.৬৮ ডলার, যা সেশনের শুরুতে ০.৯ শতাংশ কমেছিল। অপরদিকে ডিসেম্বর সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণ ফিউচার আউন্সপ্রতি ৪,০০৭.৭০ ডলারে স্থিত হয়।

ব্যাংকিং গ্রুপ সুইসকোটের বহিরাগত বিশ্লেষক কার্লো আলবার্তো ডি কাসা বলেছেন, সোনার দাম ৪,০০০ ডলারের আশপাশে থাকছে। আগামী কয়েক সপ্তাহ বাজার বোঝার জন্য গুরুত্বপূর্ণ। আরও উত্থানের সুযোগ আছে নাকি আমরা কোনো বড় সংশোধন দেখতে পাচ্ছি, তখন তা স্পষ্ট হবে।

তিনি আরও বলেন, আমরা শক্তিশালী মার্কিন ডলার দেখতে পাচ্ছি। ডিসেম্বরে হ্রাসের প্রত্যাশা ক্রমেই কমছে। এছাড়াও ইল্ড বাড়ছে এবং এটি সোনার ওপর প্রভাব ফেলছে। বিনিয়োগকারীরা সুদের হার কোন দিকে যাবে সেজন্য মার্কিন অর্থনৈতিক তথ্যের জন্য অপেক্ষা করছেন।

গত তিন মাসের মধ্যে ডলারের মান এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড) সুদের হার কমানো নিয়ে বিভক্ত অবস্থান নেওয়ায় বিনিয়োগকারীরা আরেকটি হার কমানোর সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন।

কে-সিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, ডলারের শক্তি স্বর্ণের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। বিনিয়োগকারীরা এখন বছরের শেষে আরেক দফা সুদের হার কমানোর সম্ভাবনা পুনর্মূল্যায়ন করছেন।

গত সপ্তাহে ফেড এই বছরে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছিল। তবে ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল জানান, আরেকটি হার কমানো এখনই নিশ্চিত নয়।

বর্তমানে বিনিয়োগকারীরা ডিসেম্বর মাসে হার কমার সম্ভাবনা ৬৫ শতাংশ হিসেবে ধরছেন, যা পাওয়েলের বক্তব্যের আগে ৯০ শতাংশের বেশি ছিল।

সূত্র: রয়টার্স

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ