বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে আগুন লেগে অন্তত ৮টি দোকান ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। মশার কয়েল থেকে এ আগুনের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করেন বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম বান্টু।
তিনি বলেন, বাইশারী বাজার হেফজখানা সংলগ্ন গ্যাস সিলিন্ডারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আশেপাশের লোকজন এগিয়ে আসলেও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি।
নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহিন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বিপুল পরিমাণ মজুদ গ্যাস সিলিন্ডারের কারণেই আগুন দ্রুত বিস্তার করে।
ক্ষতিগ্রস্ত মুদি ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, দুদিন আগেই ব্যাংক থেকে লোন নিয়ে দোকানে মালামাল তোলা হয়েছে। দোকান এবং গুদাম ভর্তি মালামাল ছিল। বকেয়া টাকার খাতাও পুড়ে গেছে। সব মিলিয়ে ২৫ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে জানান ওই ব্যবসায়ী।
তবে ভিন্নমত পোষণ করে আরেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জসিম উদ্দিন জানান, রাতে দোকানে তার বাবা ঘুমিয়ে ছিলেন। মশার কয়েল তিনি রাখেননি। কেউ তার সঙ্গে শত্রুতা করেছে। তার দোকানে চাউল, গ্যাস সিলিন্ডার, এসিড এবং রাবারের বিভিন্ন পণ্য ছিল।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মাসরুরুল হক জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি বাজার পরিচালনা কমিটিসহ খতিয়ে দেখা হবে।