বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন

রঙ্গিখালী এলাকার ব্রিজের নিচে ভাসছিল আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ সভাপতির লাশ।

শহীদুল ইসলাম শাহেদ,টেকনাফ প্রতিনিধি
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৩৫ প্রদর্শন করেছেন

‎কক্সবাজারের টেকনাফের হ্নীলার একটি ব্রিজের নিচ থেকে ভাসমান অবস্থায় সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস সিকদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎বুধবার (৫ নভেম্বর) সকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকার একটি ব্রিজের নিচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এর আগে, মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা সংগঠনের সাধারণ সম্পাদকের বাড়িতে আমন্ত্রণে গিয়েছিলেন বলে দাবি নিহতের স্বজনদের।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।

‎নিহত মোহাম্মদ ইউনুস সিকদার টেকনাফের সাবরাং ইউনিয়নের চান্দলিপাড়ার মৃত হাজী মোহাম্মদ কাসেমের ছেলে। তিনি সাবরাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডেরে ইউপি সদস্য ছিলেন। এ ছাড়া তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ছিলেন।

‎টেকনাফ পৌর বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বলেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউনুস সিকদার কমিটির কথা বলে রঙ্গিখালী মো. আলম শফিয়ার আমন্ত্রণে মঙ্গলবার রাতে ওখানে যান। মো. সবুর মিয়া সংগঠনের সাধারণ সম্পাদক। এরপর তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ ব্রিজের নিচে ফেলে দেওয়া হয়। ঘটনার পর সবুর মিয়া পালাতক রয়েছে।’

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )আবু জায়েদ মো. নাজমুন নূর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

‎তাৎক্ষণিক খবর পেয়ে জেলা বিএনপি ও উখিয়া টেকনাফের ধানের শীষে প্রার্থী শাহজাহান চৌধুরী, ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিবারকে আশ্বস্ত করেন দ্রুত হত্যাকারীদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ