বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

এমডি কর্তৃক ভুল লভ্যাংশ প্রস্তাব, পদ্মা অয়েলের আর্থিক ক্ষতিসাধন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩ প্রদর্শন করেছেন

এমডি ও সিএফও’র স্বাক্ষরিত লভ্যাংশ ঘোষণার ভুল প্রস্তাবের উপর ভিত্তি করে পদ্মা অয়েল পিএলসির পরিচালনা পর্ষদ ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ১৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

গতকাল (৫ নভেম্বর) কোম্পানিটির ২০২৪-২৫ হিসাববছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

কোম্পানি ২০২৪-২৫ অর্থ বছরে মোট কম্প্রিহেনসিভ আয় করেছে ৫৬২ কোটি ৮৮ লাখ টাকা, অথচ লভ্যাংশ ঘোষণা করেছে ১৬০ শতাংশ। অর্থাৎ মোট ১৫৭ কোটি ১৭ লাখ টাকা, যা ন্যুনতম লভ্যাংশ হার ৩০ শতাংশ এর কম।

কোম্পানি আইন ১৯৯৪ সনের ১৮ নং আইন অনুযায়ী কর পরবর্তী নীট আয়ের ৭০ শতাংশ এর বেশি সংরক্ষণ করা যাবেনা (অর্থাৎ নীট আয়ের ন্যুনতম ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করার বিধান রয়েছে,) অন্যথায় রিজার্ভ ফান্ডে যে পরিমাণ টাকা স্থানান্তরিত করা হবে, তার উপর সরাসরি ১০ শতাংশ হারে কর প্রদেয় হবে।

ফলে কোম্পানির আইনের ১৮ নং আইন লংঘনের কারণে রিজার্ভ ফান্ডে স্থানান্তরিত অবশিষ্ট ৪০৫ কোটি ৭১ লাখ টাকার উপর ১০ শতাংশ হারে অর্থাৎ ৪০ কোটি ৫৭ লাখ টাকা অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

তাহলে ২০২৪-২৫ অর্থ বছরে মোট নগদ লভ্যাংশ বাবদ ১৫৭ কোটি ১৭ লাখ এবং অতিরিক্ত কর বাবদ ৪০ কোটি ৫৭ লাখ টাকাসহ কোম্পানিকে সর্বমোট ১৯৭ কোটি ৭৪ লাখ টাকা খরচ করতে হবে।

কোম্পানি আইন ১৯৯৪ সনের ১৮ নং আইন অনুযায়ী কর পরবর্তী নীট আয়ের ৭০ শতাংশ এর বেশি সংরক্ষণ করা যাবেনা (অর্থাৎ নীট আয়ের ন্যুনতম ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করার বিধান রয়েছে,) অন্যথায় রিজার্ভ ফান্ডে যে পরিমাণ টাকা স্থানান্তরিত করা হবে, তার উপর সরাসরি ১০ শতাংশ হারে কর প্রদেয় হবে।

ফলে কোম্পানির আইনের ১৮ নং আইন লংঘনের কারণে রিজার্ভ ফান্ডে স্থানান্তরিত অবশিষ্ট ৪০৫ কোটি ৭১ লাখ টাকার উপর ১০ শতাংশ হারে অর্থাৎ ৪০ কোটি ৫৭ লাখ টাকা অতিরিক্ত কর পরিশোধ করতে হবে।

তাহলে ২০২৪-২৫ অর্থ বছরে মোট নগদ লভ্যাংশ বাবদ ১৫৭ কোটি ১৭ লাখ এবং অতিরিক্ত কর বাবদ ৪০ কোটি ৫৭ লাখ টাকাসহ কোম্পানিকে সর্বমোট ১৯৭ কোটি ৭৪ লাখ টাকা খরচ করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ