শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

শাহরুখের জন্মদিনে সুহানার অন্যরকম পোস্ট

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

বলিউড বাদশাহ শাহরুখ খান রোববার (২ নভেম্বর) ৬০তম জন্মদিন পালন করেছেন। সেই জন্মদিন উপলক্ষে প্রায় সারা বিশ্ব থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন কিং খান। এবার সেই বার্তার জবাব দেওয়ার পালা। যারা কিং খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তাদের সবাইকে নিজের স্বভাবসুলভ ভঙ্গিতে উত্তর দিয়েছেন বলিউড বাদশাহ। মেয়ে সুহানা খানও বাবাকে শুভেচ্ছা জানান। বাবার ভালোবাসায় আদরের পরিবর্তে যেন পরিণত হলো শাসনে।

সামাজিক মাধ্যমে বাবা শাহরুখ খানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন সুহানা খান। দুটো কফির বড় কাপ পাশাপাশি রেখে সেই ছবি পোস্ট করেন তিনি। একটি কাপে লেখা ছিল ‘কিং’ অর্থাৎ রাজা (শাহরুখ খান), অন্যটিতে লেখা ‘রাজার রাজকন্যা’ (সুহানা)।

রাজকন্যার ভালোবাসাপূর্ণ বার্তায় বাদশাহর মন ভরলেও, স্বভাবসুলভ চিন্তা আর থেমে থাকেনি। সুহানার পোস্টে ধন্যবাদ জানিয়ে শাহরুখ খান লিখেছেন— ধন্যবাদ, কিন্তু কালো কফি খাওয়া বন্ধ কর দয়া করে। কারণ তুমি এখনো ছোটই আছ।

শাহরুখের এমন মন্তব্যে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তৈরি হয়েছে আলোচনা-সমালোচনা। এক নেটিজেন লিখেছেন—যতই বয়স হোক, বাবার চোখে তো মেয়েরা চিরকালই ছোট থাকে। আরেক নেটিজেন লিখেছেন—সামান্য কফি নিয়ে মেয়ের প্রতি শাহরুখের এমন নজরদারিও বেশ প্রশংসার দাবি রাখে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ