শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

কালো গাউনে আবেদনময়ী শবনম বুবলী

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী এখন অনেকটাই সিনেমা থেকে দূরে।এখন আর সেই আগের মতো সিনেমায় দেখা যায় না এ স্টাইলিস্ট আইকন অভিনেত্রীকে। তবে সিনেমায় তাকে দেখা না গেলেও শাকিব খান ইস্যু নিয়েই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনায় থাকেন তিনি। তবে মাঝে মধ্যেই বুবলী সামাজিক মাধ্যমে ভক্তদের মন জুড়িয়ে দেন নিজের রূপ-লাবণ্য দিয়ে। এবারও তার একটি স্থিরচিত্র ভক্তদের হৃদয় কেড়েছে।

বর্তমানে সিনেমার ব্যস্ততা না থাকলেও নানা ফটোশুট কিংবা ইভেন্টে যোগ দিয়ে ব্যস্ত সময় পার করছেন শবনম বুবলী। আবারও ফটোশুটে রাজসিক রূপে দেখা গেল অভিনেত্রীকে। একটি পার্লারের প্রোমোশন হিসেবে ফটোশুটকে কাজে লাগানো হয়েছে, যেখানে মডেল হিসেবে কাজ করেছেন বুবলী।

সম্প্রতি সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে দেখা যায় নিজেকে নিত্যনতুন সাজে মেলে ধরতে। তবে এবার যে লুকে আবির্ভূত হয়েছেন, তা প্রশংসার দাবি রাখে। কারণ এবার বুবলী নিজেকে ধরা দিয়েছেন এক রাজসিক আবহে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেন শবনম বুবলী। সেই ছবি পোস্টের পর সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে ঝড় ওঠে। অভিনেত্রীকে দেখা গেছে, অফ-শোল্ডার সাদা ফুলেল টপ আর কালো জমকালো গাউনে; যেন একেবারে হলিউড ডিভার মতো।

একটি কালো বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসে আছেন বুবলী, যা আলাদা মাত্রা এনে দিয়েছে। গাড়ির ইন্টেরিওর কালারও যেন মিশে গেছে তার রাজকীয় লুকের সঙ্গে। একদিকে ক্যামেরার লাস্যময়ী চাহনি, অন্যদিকে স্টিয়ারিংয়ে হাত রেখে এক আত্মবিশ্বাসী ভঙ্গি— সব মিলিয়ে যেন ফ্যাশনের এক জীবন্ত সিনেমা দেখিয়ে দিলেন অভিনেত্রী।

এই লুকের মূল আকর্ষণ অভিনেত্রীর পোশাক ও মেকওভার। সাদা ফুলেল নকশা টপের সঙ্গে কালো স্লিম-ফিট গাউন, যা তৈরি করেছে এলিগ্যান্ট কনট্রাস্ট। এ ছাড়া মাথায় ভেলযুক্ত হ্যাট আর কানে মুক্তার দুল যেন তাকে নিয়ে যায় স্টাইলের অনন্য এক মাত্রায়। এই ফটোশুটের ক্যাপশনেও উঠে এলো তার অভিব্যক্তি। এক বাক্যে নিজের আত্মবিশ্বাস, সাফল্য আর গ্ল্যামার— সবটাই তুলে ধরেছেন অভিনেত্রী। বুবলী বলেন, বসের মতো লড়ো, রানির মতো বাঁচো।

সামাজিক মাধ্যমে কয়েক ঘণ্টার মধ্যেই বুবলীর এ ছবিগুলোতে ভরে গেছে হাজার হাজার লাইক ও মন্তব্যে। এক নেটিজেন লিখেছেন—এই লুক একেবারে কুইনের মতো। আরেক নেটিজেন লিখেছেন—এ যেন ঢালিউডের হলিউড সংস্করণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ