শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৬ পূর্বাহ্ন

চীনের বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’ উদ্বোধন করলেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বুধবার দেশের প্রথম ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট-সজ্জিত বিমানবাহী রণতরী ‘ফুজিয়ান’–এর কমিশনিং ও পতাকা প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন।

একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালনকারী শি হাইনান প্রদেশের সানইয়া শহরের নৌঘাঁটিতে আয়োজিত অনুষ্ঠানের পর রণতরীটিতে আরোহন করে পরিদর্শন করেন।

‘ফুজিয়ান’ (হাল নম্বর ১৮) বর্তমানে চীনের নৌবাহিনীতে থাকা তিনটি বিমানবাহী রণতরীর একটি। পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের নামানুসারে রণতরীটির নামকরণ করা হয়েছে। এটি সম্পূর্ণভাবে চীনের নিজস্ব নকশায় তৈরি এবং ২০২২ সালের জুনে প্রথম পানিতে নামানো হয়।

বুধবারের অনুষ্ঠানে নৌবাহিনী ও রণতরী নির্মাণে যুক্ত প্রতিষ্ঠানগুলোর প্রায় দুই হাজার প্রতিনিধি অংশ নেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট শি রণতরীর ক্যাপ্টেন ও রাজনৈতিক কমিশনারকে চীনা পিপলস লিবারেশন আর্মির পতাকা প্রদান করেন এবং তাদের সঙ্গে দলগত ছবি তোলেন।

এরপর শি রণতরীতে অবস্থানকালে চীনের বিমানবাহী রণতরী উন্নয়ন, যুদ্ধক্ষমতা এবং ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম সম্পর্কে অবহিত হন।

ফ্লাইট ডেকে সারিবদ্ধভাবে রাখা ছিল নতুন প্রজন্মের যুদ্ধবিমান—জে-৩৫ ও জে-১৫টি ফাইটার জেট এবং কংজিং-৬০০ প্রারম্ভিক সতর্কতা বিমান। পাইলটদের সঙ্গে কথা বলার সময় শি তাদের দক্ষতা আরও বাড়ানোর আহ্বান জানান এবং ফুজিয়ানের যুদ্ধক্ষমতা বৃদ্ধিতে অবদান রাখতে উৎসাহ দেন।

তিনি রণতরীর কন্ট্রোল টাওয়ার ও পাইলট হাউস পরিদর্শন করেন এবং লগবুকে স্বাক্ষর করেন। উল্লেখযোগ্যভাবে, ফুজিয়ান রণতরীতে ইলেকট্রোম্যাগনেটিক ক্যাটাপল্ট সিস্টেম ব্যবহারের সিদ্ধান্তটি প্রেসিডেন্ট শিরই ছিল।

শি আরও রণতরীর খাবারঘর ও নাবিকদের আবাসন পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের জীবনযাত্রার মান সম্পর্কে খোঁজ নেন।

অনুষ্ঠানে চীনের শীর্ষ নেতা চাই ছি ও ঝাং গোওছিং উপস্থিত ছিলেন, আর পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝাং শেংমিন।

সূত্র: সিনহুয়া

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ