এশিয়া কাপের সবশেষ আসর থেকে ভারত-পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে নতুন করে সম্পর্কে ফাটল ধরেছে। বিশেষ করে ফাইনাল ম্যাচে ট্রফি না দেওয়ার বিষয়টি কেন্দ্র করে দুদেশের ক্রিকেট বোর্ডের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার (আইসিসি) বোর্ড মিটিংয়ে যোগ দিতে দুবাইয়ে গিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। এই সভায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সঙ্গে পিসিবির চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সমাধান নিয়ে আলোচনা করা হবে।
দুবাইয়ে আইসিসির সদর দপ্তরে আয়োজিত এই বোর্ড সভায় সব সদস্য দেশের ক্রিকেট বোর্ডের প্রধানরা উপস্থিত থাকবেন। বিসিসিআইয়ের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে ট্রফি হস্তান্তর করেনি পাকিস্তান। অতি দ্রুত এর মিমাংসা বিষয়েও এই সভায় আলোচনা করা হবে।