শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৪৭ পূর্বাহ্ন

বিচার-সংস্কার-গণতন্ত্র একসঙ্গে চলতে হবে: ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২৯ প্রদর্শন করেছেন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে। জাতি এখন নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। নির্বাচনের জন্য সব ভোটার ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। আজকে সেই গণতন্ত্র বা অধিকারকে দূরে সরিয়ে রেখে কেউ কেউ চেষ্টা করছে আগে সংস্কার এবং বিচার হবে, পরে গণতন্ত্র। বিএনপি মনে করে, বিচার, সংস্কার ও গণতন্ত্র একসঙ্গে চলতে হবে।

শনিবার (৮ নভেম্বর) দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় স্থানীয় সুধী সমাজ, শ্রমজীবী, নারী সমাজ ও বিভিন্ন ধর্মাবলম্বীদের সঙ্গে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি সব সময় সংস্কার বিশ্বাস করে উল্লেখ করে তিনি বলেন, যে কারণে ২০২২ সালে প্রথম ২৭ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করে এবং ২০২৩ সালে জুলাই মাসে সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তারেক রহমান ৩১ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন।

ডা. জাহিদ বলেন, কোনো কোনো উপদেষ্টা বলেছেন, বিএনপি নাকি সংস্কারে বিশ্বাস করে না। আমি সেই উপদেষ্টাকে বলতে চাই, তোমার জন্মের আগে শহীদ জিয়াউর রহমান বাকশাল কবরের পর বহুদলীয় গণতন্ত্র রচনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ