শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

লম্বা বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন আনুশকা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে চলেছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা। যদিও নতুন যে সিনেমা নিয়ে তিনি ফিরছেন সে প্রসঙ্গে বেশিরভাগ মানুষই অনেক আগে থেকেই জানেন।

আনুশকা ২০২২ সালে ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি ২০২৩ সালে নেটফ্লিক্সে মুক্তির কথা ছিল, তবে এখনো সেটি মুক্তি পায়নি। শোনা যায়, ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সিনেমাটি মুক্তি দেওয়ার ব্যাপারে নতুন পরিকল্পনা চলছে। এই সিনেমার মাধ্যমে আনুশকাকে আবারও অভিনয় জগতে দেখা যাবে।

ভারতীয় গণমাধ্যম মিড ডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ক্রিকেট দলের জয়ের পর ‘চাকদা এক্সপ্রেস’ টিম নেটফ্লিক্সের শীর্ষ নির্বাহীদের কাছে সিনেমাটি মুক্তির জন্য চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ‘আমরা চাই দর্শকরা ঝুলনদির মতো কিংবদন্তি খেলোয়াড়ের গল্প দেখুক। বিতর্কের ঊর্ধ্বে উঠে সিনেমাটি মুক্তি দেওয়া প্রয়োজন।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনেমাটি আটকে থাকার কারণ নেটফ্লিক্সের প্রত্যাশার সাথে পুরোপুরি মিলে না যাওয়া এবং প্রযোজনা খরচের সীমা অতিক্রম করা। তবুও সিনেমাটি একটি শক্তিশালী বায়োপিক হিসেবে বিবেচিত।

বর্তমানে নেটফ্লিক্সের কাছে সিনেমাটির স্বত্ব রয়েছে। ভারতীয় নারী ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ের পর সিনেমাটির প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে, তাই আশা করা হচ্ছে শীঘ্রই এটি মুক্তি পাবে।

‘চাকদা এক্সপ্রেস’ হলো ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক, যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আনুশকা শর্মা। আনুশকাকে সবশেষ দেখা গিয়েছিল শাহরুখ খানের বিপরীতে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো’ সিনেমায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ