শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

দুর্দান্ত পারফরম্যান্সে শিরোপা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

হংকং সিক্সেসে এবার চমকের পসরা সাজিয়েছিল কুয়েত। গ্রুপপর্বে একের পর এক বড় দলের বিপক্ষে চোখধাঁধানো পারফরম্যান্স আর সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে ইতিহাস গড়েছিল দলটি। তবে শিরোপার লড়াইয়ে এসে থেমে যেতে হলো ইয়াসিন প্যাটেলদের। আব্বাস আফ্রিদির অলরাউন্ড পারফরম্যান্সে ফাইনালে তাদের ৪৩ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় পাকিস্তান।

মিশন রোড গ্রাউন্ডে টস জিতে পাকিস্তানকে আগে ব্যাটিং পাঠায় কুয়েত। ব্যাট হাতে শুরু থেকেই তাণ্ডব চালান আবদুল সামাদ ও আব্বাস আফ্রিদি। মাত্র ১৩ বলে ৪২ রান করেন সামাদ, যেখানে ছক্কা ছিল ৫টি। খাজা নাফের ব্যাট থেকেও আসে ঝটপট ২২ রান। শেষে আব্বাসের ব্যাটিং ছিল পুরোপুরি বিধ্বংসী; ১১ বলে অপরাজিত ৫২ রানে ভর করে ৩ উইকেটে ১৩৫ রানের চড়া সংগ্রহ গড়ে পাকিস্তান। আব্বাসের ইনিংসে ছিল ৭ ছক্কা।

লক্ষ্য ছিল ১৩৬। তাড়া করতে নেমে কুয়েত শুরুতেই বাজিমাত করে। প্রথম ওভারেই তারা তোলে ৩২ রান। ব্যাট হাতে ঝড় তোলেন ওপেনার আদনান ইদ্রিস। ৮ বলে ৫ ছক্কায় ৩২ রান করে ফেরেন তিনি। মিট ভাবসারও খেলেন ১২ বলে ৩৩ রানের আগ্রাসী ইনিংস। কিন্তু দুজন ফিরতেই গতি হারায় কুয়েত। স্কোরবোর্ডে দ্রুতই ধস নামে।

পাকিস্তানের স্পিনার মায়াজ সদাকাত মাত্র ২ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ৩ উইকেট। আব্বাস নেন ১ উইকেট। একে একে উইকেট হারিয়ে ৫.১ ওভারেই ৯২ রানে থেমে যায় কুয়েতের লড়াই।

টুর্নামেন্টে দারুণ সব চমক দেখালেও শেষ পর্যন্ত ট্রফি ছুঁতে পারল না কুয়েত। আব্বাস আফ্রিদির ব্যাট-বল দুদিকের পারফরম্যান্সই শেষ পর্যন্ত ঠিক করে দিয়েছে হংকং সিক্সেসের নতুন চ্যাম্পিয়ন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ