শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:১৫ পূর্বাহ্ন

বিবিসিকে নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির ব্যঙ্গ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও সংবাদ বিভাগের প্রধান ডেবোরা টারনেসের পদত্যাগের পর ঘটনাটিকে ব্যঙ্গ করে মন্তব্য করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে তৈরি করা একটি বিতর্কিত প্রামাণ্যচিত্রকে কেন্দ্র করে বিতর্কের মুখে রোববার এই দুই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেন। ২০২১ সালে ক্যাপিটল হিলে দাঙ্গার ঘটনায় ট্রাম্পের ভূমিকা নিয়ে ওই প্রামাণ্যচিত্রটি তৈরি করা হয়েছিল, যা নিয়ে আগেই ওয়াশিংটনের পক্ষ থেকে সমালোচনা করা হয়।

ক্যারোলিন লেভিট সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি সংবাদ প্রতিবেদন শেয়ার করে ‘shot/chaser’ ক্যাপশন দেন—যা ব্যঙ্গাত্মকভাবে জনপ্রিয় একটি মিম ফরম্যাট।

প্রথম প্রতিবেদনটি ছিল টেলিগ্রাফের। যেখানে লেখা ছিল, ট্রাম্প বিবিসির সঙ্গে যুদ্ধে যাচ্ছেন। দ্বিতীয়টি ছিল বিবিসির নিজস্ব সংবাদ। যেখানে বলা হয়েছে, মহাপরিচালক টিম ডেভি পদত্যাগ করেছেন।

টিম ডেভি ও ডেবোরা টারনেস একযোগে পদত্যাগ করেন। ডেভি কোনো নির্দিষ্ট কারণ জানাননি, শুধু বলেছেন, ‘কিছু ভুল হয়েছে।’

টারনেস বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে প্যানোরামা অনুষ্ঠানের চলমান বিতর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা বিবিসির সুনাম ক্ষুণ্ণ করছে।

সম্প্রতি বিবিসির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তারা ট্রাম্পের বক্তব্যের ভিডিও ফুটেজ বিকৃত করে প্রচার করেছে, যাতে জনসাধারণ বিভ্রান্ত হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করেই ওয়াশিংটনের সমালোচনা বাড়ে। লেভিট আগেই বিবিসিকে ‘বামপন্থী প্রচারণা যন্ত্র’ ও ‘শতভাগ ভুয়া সংবাদমাধ্যম’ বলে অভিহিত করেছিলেন।

বিবিসি ব্রিটেনে বাধ্যতামূলক বার্ষিক লাইসেন্স ফি থেকে অর্থায়িত হয়। পাশাপাশি যুক্তরাজ্য সরকার তাদের ওয়ার্ল্ড সার্ভিস বাজেটের এক-তৃতীয়াংশ সরাসরি বহন করে।

যুক্তরাজ্যের সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়া বিষয়ক মন্ত্রী লিসা ন্যান্ডি টিম ডেভিকে ধন্যবাদ জানিয়ে বলেন, জনগণের জন্য সম্প্রচারে তার অবদান অনন্য। বিবিসিকে এখন নতুন যুগে নিজেদের মানিয়ে নিতে হবে এবং জাতীয় জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে ভূমিকা বজায় রাখতে হবে।

সূত্র: আরটি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ