শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন

অভিনেত্রীকে বিয়ে করছেন বিশ্বকাপজয়ী তারকার পুত্র

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১ প্রদর্শন করেছেন

ভারতের প্রথম বিশ্বকাপজয়ী দলের তারকা ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্তের পুত্র অনিরুদ্ধ শ্রীকান্ত বিয়ে করতে যাচ্ছেন বিগ বস খ্যাত অভিনেত্রী সংযুক্তাকে।

বিগ বসে যাওয়ার আগে সংযুক্তার তেমন পরিচিত ছিল না। ২০০৭ সালে ‘মিস চেন্নাই’ হলেও অভিনয়ের জগতে তেমন নাম করতে পারছিলেন না সংযুক্তা। কিন্তু বিগ বসে গিয়ে অল্প কয়েক দিনেই তারকা হয়ে যান তিনি। শোয়ের পর অভিনয় জগতে নাম করেছেন সংযুক্তা। বেশ কিছু তামিল ছবিতে অভিনয় করেছেন সংযুক্তা।

আগে একবার বিয়ে হয়েছিল সংযুক্তার। তামিল ছবির পরিচালক কার্তিক শঙ্কর তার সাবেক স্বামী। দুই জনের এক ছেলেও রয়েছে। সন্তান হওয়ার পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

বর্তমানে ছেলের সঙ্গে থাকেন সংযুক্তা। তিনি আরও একবার শিরোনামে এসেছেন অনিরুদ্ধের সঙ্গে সম্পর্কের জেরে। শোনা যাচ্ছে, দুই জনের বাগ‌্দান হয়েগেছে।

সামাজিক যোগাযোগেরমাধ্যমে এক সঙ্গে দীপাবলি পালনের ছবিও দিয়েছেন তারা। বাগ্‌দানের প্রসঙ্গে সংযুক্তা বলেছেন, সবকিছুই তো সমাজমাধ্যমে রয়েছে।

শ্রীকান্তের পুত্র হলেও ক্রিকেট ক্যারিয়ারে তেমন সাফল্য পাননি অনিরুদ্ধ। ২৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ২৯.৪৫ গড়ে করেছেন ১০৩১ রান। ৬৬টি লিস্ট এ ম্যাচে ৩৩.৮১ গড়ে ২০৬৩ রান করেছেন তিনি। ৭১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১২৫৭ রান।

আইপিএলে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত চেন্নাই সুপার কিংসে ছিলেন অনিরুদ্ধ। মহেন্দ্র সিংহ ধোনিদের দলের হয়ে মোট ২৬ ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৮৭ রান। ধারাবাহিকতা দেখাতে না পারায় বেশি সুযোগ পাননি।

সংযুক্তার সঙ্গে বাগ্‌দানের খবর যদি সত্যি হয় তা হলে এটি অনিরুদ্ধেরও দ্বিতীয় বিয়ে হতে চলেছে। ২০১২ সালে আরতি বেঙ্কটেশের সঙ্গে বিয়ে হয়েছিল তার। সেই বিয়ে বেশি দিন টেকেনি। কয়েক বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ