শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ১০:২১ পূর্বাহ্ন

আপিলে খালাস পেলেন যুবদল নেতা ইসহাক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৩ প্রদর্শন করেছেন
রাজধানীর বংশাল ও কোতোয়ালি থানার পৃথক দুই নাশকতার মামলায় দণ্ডিত যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার আপিলে খালাস পেয়েছেন।
বুধবার (১২ নভেম্বর) ঢাকার ১৬তম মহানগর অতিরিক্ত বিচারক সেলিনা আক্তার আপিলের রায়ে তাকে খালাস দেন।
আসামিপক্ষের আইনজীবী মো. মামুন মিয়া এ তথ্য জানিয়েছেন।
মামলার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২৫ অক্টোবর বংশাল থানার নাশকতার মামলায় ইসহাক সরকারের দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস ও ৩৫৩ ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর আগে একই বছরের ৭ আগস্ট কোতোয়ালি থানার দুই বছরের কারাদণ্ড দেন আদালত।
গত ৭ সেপ্টেম্বর এই দুই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। ওইদিন তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। পরে গত ২১ সেপ্টেম্বর আপিলের শর্তে জামিন পেয়ে কারামুক্ত হন তিনি।
দুই মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালের ১ অক্টোবর কোতোয়ালি থানাধীন এলাকায় অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ইসহাক সরকারসহ ৩৮ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করে পুলিশ।
এর আগে ২০১৩ সালের ২৯ অক্টোবর বংশাল থানাধীন এলাকায় গাড়ি ভাঙচুরের চেষ্টা করা হয়। তখন পুলিশ আসামিদের গ্রেফতারের চেষ্টা করলে ইটপাটকেল, লাঠিসোটা নিয়ে হামলা করা হয়। এ সময় ককটেল বিস্ফোরণ করা হয়। ওই ঘটনায় পুলিশ বংশাল থানায় মামলা করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ