বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল দম্পতি সদ্য বাবা-মা হয়েছেন। পুত্রসন্তানের জন্ম দেন ক্যাটরিনা। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। হাসপাতাল থেকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরেছেন অভিনেত্রী। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে রাজকীয় আয়োজনে বিয়ের মধ্য দিয়ে দাম্পত্যজীবন শুরু করেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ।
এদিকে অভিনেতা ভিকি কৌশল এবার হাজির হচ্ছেন কাজল ও টুইঙ্কেল খান্নার চ্যাট শো ‘টু মাচ’র আসন্ন পর্বে। সেই এপিসোডের একটি ক্লিপ এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিনেতা ভিকির সঙ্গে অতিথি হিসেবে থাকছেন অভিনেত্রী কৃতি শ্যানন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া শোর টিজারে দেখা গেছে চারজনের দারুণ হাসি-ঠাট্টা ও মজার কথোপকথন।
হ্যান্ডসাম অভিনেতা ভিকি কৌশলের নারী ভক্তের সংখ্যা অগণিত। তবে ক্যাটরিনাতেই তিনি নিবেদিতপ্রাণ। সদ্য পুত্রসন্তানের বাবা-মা হওয়ায় নতুন অতিথিকে নিয়ে এখন ব্যস্ত সময় কাটছেন এ তারকা দম্পতি।
সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, চ্যাট শো ‘টু মাচ’-এর অনুষ্ঠানে কাজল প্রশ্ন করছেন—সঙ্গীর সঙ্গে ভালো কথোপকথন নাকি ভালো সেক্স— কোনটি বেশি জরুরি? এমন প্রশ্নের উত্তরে ভিকি কৌশল বলেন, বাকি সবকিছু তো হতেই থাকবে। তবে…। অভিনেতার ওই মন্তব্যে উপস্থিত সবাই হেসে উঠেন।
টিজারের সেই মুহূর্তের পর ভিকিকে কাজল শেখান ‘তওবা তওবা’ গানের স্টেপ। হাস্যরসে ভরা এই কথোপকথনের একপর্যায়ে ভিকি বলেন, আমি তোমাদের দুজনকেই ভয় পাই। তখন মজা করে অভিনেত্রী টুইঙ্কেল বলেন, আমরা শুধু তোমাকে কাঁচা চিবিয়ে খাব।
ভিকি টুইঙ্কেলকে আলিঙ্গন করে শুভেচ্ছা জানাতেই রসিকতা করে অক্ষয়পত্নী বলেন, ঠিক আছে, আমাদের হ্যালো আর অল্পবয়সি মেয়েদের হাতে হাত। সঙ্গে সঙ্গেই ভিকি বলেন, আমি অল্পবয়সি মেয়েদের পা ছুঁই। এ সময় মজা করে কৃতি বলেন, পা ছুঁলে কিন্তু মার খেতে হবে।
কৃতির ক্রাশ নিয়ে প্রশ্ন করা হহলে তিনি বলেন, ইন্ডাস্ট্রির কেউ নন। টুইঙ্কেল বলেন, আমি নামটা জানি, কিন্তু কৃতি বলছে না, তাই আমিও চুপ।