শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

জামায়াতসহ সমমনা ৮ দলের বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১০ প্রদর্শন করেছেন

নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধের নামে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শুরু হওয়া মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ডের রাজ হোটেলের সামনে এসে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন- জেলা জামায়াতের আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুর রাজ্জাক ফয়েজী, জামায়াতের সদর থানা আমির মো. ফজলুল হক, পৌর আমির হুমায়ুন কবির, ছাত্রশিবির জেলা সভাপতি মনিরুজ্জামান, সিঙ্গাইর উপজেলা আমির মাওলানা অলিউল্লাহ ও পৌর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আক্কাস আলী প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে টিকে থাকতে না পেরে জনগণের ওপর দমন–পীড়নের পথ বেছে নিয়েছে। তারা আবারও নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বক্তারা দেশের শান্তিশৃঙ্খলা ও সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

সমাবেশে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা ৮ দলের শতাধিক নেতাকর্মী অংশ নেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও সংবাদ